কামরান আহমেদ রাজীব, কুষ্টিয়া প্রতিনিধিঃ নির্বাচন কমিশন ঘোষিত ৫ম উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ এর ৩য় ধাপে কুষ্টিয়ার ৬টি উপজেলা যথাক্রমে- দৌালপুর, মিরপুর, ভেড়ামারা, কুষ্টিয়া, কুমারখালী ও খোকসার ৬১১টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন সম্পন্ন হয়। রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীণ বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। তবে দিনব্যাপী নানা ঘটনা প্রবাহের মধ্যদিয়ে দিনটি অতিবাহিত হয়েছে। অধিকাংশ কেন্দ্রে
ভোটার উপস্থিতি স্বল্পতা, কোথাওবা ভোটার শুন্যতা, আবার কোথাওবা কেন্দ্রে দখলের অভিযোগে প্রার্থীর ভোট বর্জন ছাড়াও প্রকাশ্যে সিলমারা সহ ভোট জালিয়াতির অভিযোগে সহকারী প্রিজাইডিং অফিসার প্রত্যাহারের ঘটনাও ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের মতে ভোটার উপস্থিতি মোট ভোটারের ২০% ভাগেরও কম ছিলো। কুষ্টিয়া মিরপুর উপজেলায় প্রধান প্রতিদ্বন্দী আনারস প্রতীকের সতন্ত্র প্রার্থী ফারুকুজ্জামান জন তার প্রতিদ্বন্দী নৌকা প্রতিকের কামারুল আরেফিন কর্তৃক উপজেলার ১১০টি কেন্দ্রের মধ্যে ৫৯টি কেন্দ্র দখল করে নেয়ার অভিযোগ তুলে দুপুর পৌনে ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট
বর্জনের ঘোষনা দেন। তবে বিষয়টি অবগত নন বলে জানান জেলা রিটানির্ং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ জাহান। খোকসা উপজেলার নির্বাহী কর্মকর্তা সহকারী প্রিজাইডিং অফিসার মাফখারা তাসনীন জানান, উপজেলার একটি কেন্দ্রে প্রকাশ্যে ব্যালটে সিল মারার অভিযোগ ও জাল ভোটের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার প্রকাশ কুমার ভৌমিককে প্রত্যাহার করে নেয়া হয়। তবে সরেজমিন দিনব্যাপী ভোটকেন্দ্রের চিত্র ছিলো- কেন্দ্রে নিরাপত্তা কর্মীদের নিরব উপস্থিতি কোথাও বা খোসগল্পে ব্যস্ত থাকতে দেখা যায়। আবার কোথাওবা দেখা নিরাপত্তা কর্মীদের ছাগল চড়াতে দেখা যায়। গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে কোথাও কোথাও নড়ে চড়ে বসতে দেখা যায়। তবে দুই একটি কেন্দ্রে
গণমাধ্যমের ক্যামেরা দেখে আশপাশ থেকে কৃত্রিম ভোটারের দীর্ঘ লাইন তৈরীর ঘটনাও দেখা গেছে। ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি নেই বিষয়ে প্রার্থীদের কাছে জানতে চাইলে কেউ কেউ প্রতিপক্ষের উপর দায় চাপান আবার কেউ কোন মন্তব্য করতে রাজি হননি। ভেড়ামারা উপজেলায় জাসদ সমর্থিত মশাল প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলীম স্বপন বলেন, প্রতিপক্ষ আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতিকের প্রার্থী আক্তারুজ্জামান মিঠুর সমর্থকরা বিভিন্ন এলাকায়, পাড়া মহল্লায় গিয়ে সাধারণ ভোটারদের হুমকি প্রদান করায় ভোট কেন্দ্রে ভোটাররা আসতে নিরুৎসাহিত হচ্ছেন। তবে নৌকা প্রতিকের প্রার্থী
আকতারুজ্জামান মিঠু বলেন, এখন আসলে মাঠে প্রচুর কাজ থাকায় কৃষকরা ভোট কেন্দ্রে আসতে পারেনি। রিটানির্ং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ জাহান বলেন, ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও সুষ্ঠ শান্তিপূর্ণ পরিবেশে জেলার ছয়টি উপজেলায় ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। এদিকে বিকেল সাড়ে ৬টার দিকে মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামের অজিত আলীর ছেলে উজ্জল(৩০) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরন করলেও তা নিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে সেটিকে হত্যাকান্ডের ঘটনা হিসেবে গুজব ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে। মিরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম
হোসেন ফরাজি বলেন, রবিবার সন্ধা ৬টার দিকে উজ্জল (৩০) নামে যে রোগীকে হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়েছিলো তখন রোগীকে মৃতাবস্থায় পায়। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম বলেন, উজ্জল তার সঙ্গীয় বেশ কিছু সংখ্যক লোকজনের সাথে হৈহুল্লোর করে যাচ্ছিল সে সময় হঠাৎ সে পড়ে যায়। আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তবে এই যুবক নিহতের ঘটনাটি স্থানীয় একটি মহল হত্যাকান্ড বলে চালানোর গুজব ছড়িয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply