নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চে আল-নুরসহ দু’টি মসজিদে ঢুকে ভয়াবহ হামলার পর প্রথমবারের মতো সরাসরি টিভি সম্প্রচারের মধ্যে দিয়ে শুক্রবার জুমার নামাজ আদায় করল মুসলমান নারী ও পুরুষ। সেই সাথে ২ মিনিট নিরবতাও পালন করা হয় দেশব্যাপী। নামাজে ইমামের আবেগময়ী বক্তব্যে মুখরিত হয় লাখো মানুষ। এদিকে দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্নসহ হাজার হাজার মানুষ সংহতি প্রকাশ করেছেন।
শুক্রবার (২২ মার্চ) স্থানীয় সময় বেলা ১টা ৩২ মিনিটে নিহতদের স্মরণে ২ মিনিটের নীবরতা পালন করার মাধ্যমে আল-নুর মসজিদের জামাল ফুদা কয়েক শ মুসল্লির উদ্দেশ্যে আবেগময় ভাষণ দিয়েছেন।
তিনি বলেছেন, ‘নিউজিল্যান্ড ভাঙার নয়, আমাদের হৃদয় ভেঙে গেছে, কিন্তু আমরা ভেঙে যাইনি। আমরা সবাই এক। আমাদের দৃঢ় হতে হবে যে, কেউ আমাদের বিভক্ত করতে পারবে না।’
প্রসঙ্গত, শুক্রবার ক্রাইস্টচার্চের আল নুর ও পার্শ্ববর্তী লিনউড মসজিদে হামলা চালায় অস্ট্রেলীয় বংশোদ্ভূত উগ্রবাদী ডানপন্থী সন্ত্রাসী ব্রেনটন টারান্ট। নামাজরত মানুষের ওপর স্বয়ংক্রিয় মেশিনগানের গুলিতে অন্তত ৫০ জনের মৃত্যু হয়। সেইসঙ্গে ৬০ জনের বেশি আহত হয়, যাদের অনেকের অবস্থা গুরুতর।
স্থানীয় গণমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ড বলছে, ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলায় নিহতদের সম্মানে হাগলে পার্কে হাজার হাজার মানুষ উপস্থিত হন। সেইসঙ্গে নিস্তদ্ধ নিউজিল্যান্ডের লাখ লাখ মানুষ ও গোটা বিশ্ব।
গণমাধ্যমে বলা হয়েছে, ইমাম যখন ভাষণ দেন তখন তার সামনে উপস্থিত ছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন ও বিখ্যাত রাগবি তারকা সনি বিল উইলিয়ামস-সহ হাজার হাজার জনতা।
রেডিও নিউজিল্যান্ডের খবরে বলা হয়েছে, জুমার নামাজ রেডিও ও টেলিভিশনে লাইভ প্রচারের পাশাপাশি বড় বড় স্ক্রিনে তা দেখানো ব্যবস্থা করা হয়, যাতে জনগণ দেখতে পারেন আসলে সেখানে কী হচ্ছে।
এদিকে নিউজিল্যান্ডের ইতিহাসে গত শুক্রবারের হামলা ভয়াবহ ঘটনা। ন্যাক্কারজনক ওই ঘটনায় হতভম্ব হয়ে গেছে দেশটির শান্তিপ্রিয় মানুষ। বর্বরোচিত ওই হামলার নিন্দা জানানোর পাশাপাশি দেশটির প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন বিশ্ব নেতারা।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply