একাদশ জাতীয় সংসদ নির্বাচন দরজায় কড়া নাড়ছে। মনোনয়নের লড়াই চলছে প্রার্থীদের মাঝে। এবার নির্বাচনে অংশ নিতে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া, বোয়ালখালী আংশিক) আসনে বিএনপির ১১ নেতা মনোনয়নের প্রহর গুনছেন।
তবে পার্শ্ববর্তী রাউজান উপজেলার বাসিন্দা মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হয়ে ফাঁসি কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পরিবারের নির্বাচনে অংশ নেওয়া অনিশ্চিত। কেননা, বিএনপির মনোনয়ন সাক্ষাৎকারে তাঁরা কেউ অংশ নেয়নি।
দলীয় সূত্র জানায়, সালাউদ্দিন কাদের চৌধুরী রাঙ্গুনিয়া আসনে দুই মেয়াদে সংসদ সদস্য ছিলেন। তাঁর পরিবারের মনোনয়ন নিয়ে লুকোচুরি ও সাক্ষাৎকারে অংশ না নেওয়ার কারণে রাঙ্গুনিয়া থেকে তাঁরা নির্বাচন করছেন না—এমন ইঙ্গিত মনে হচ্ছে বলে জানান বিএনপির অনেক নেতা-কর্মীরা। বিএনপির প্রার্থীদের মধ্যে দোদুল্যমান অবস্থা বিরাজ করায় রাঙ্গুনিয়া আসনে বিএনপির প্রার্থী কে হচ্ছেন, তা এখনো অস্পষ্ট।
জানতে চাইলে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির একাংশের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. মহসিন তাঁর সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার কথা জানিয়ে বলেন, কয়েক মাস আগে মুঠোফোনে কথা হলেও গিয়াস কাদেরের সঙ্গে তাঁর যোগাযোগ নেই অনেক দিন ধরে। রাঙ্গুনিয়া থেকে তিনি নির্বাচন করবেন—এমন আলোচনাও তাঁর সঙ্গে হয়নি বলে তিনি জানান। হুম্মাম কাদেরের বিষয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে যান।
দলীয় কয়েকজন নেতা-কর্মী জানান, সাকা পরিবারের দুজনের পক্ষ থেকে মনোনয়ন ফরম নেওয়া হয়। মনোনয়ন সাক্ষাৎকারে রাঙ্গুনিয়ার বাসিন্দা বিএনপির নয় নেতা সশরীরে উপস্থিতির বিষয়টি দলীয় সূত্র নিশ্চিত করে। গত মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চট্টগ্রামের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে রাঙ্গুনিয়া থেকে মনোনয়নপ্রত্যাশী ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাঙ্গুনিয়া আসনে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের শুরুতে রাঙ্গুনিয়াকে বিএনপির দুর্গ হিসেবে আখ্যা দেন। বক্তব্য দেওয়ার সময় রাঙ্গুনিয়া থেকে ১১ জন মনোনয়ন ফরম জমা দেন বলে উল্লেখ করেন তিনি। দল যাঁকে মনোনয়ন দেয়, তাঁর পক্ষে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।
দলীয় মনোনয়ন বোর্ডের তালিকায় রাঙ্গুনিয়া আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও হুম্মাম কাদের চৌধুরীর নাম নেই, তবে গিয়াস কাদেরের পক্ষে তাঁর ছেলে সামির কাদের চৌধুরী পার্শ্ববর্তী রাউজান আসনের জন্য বাবার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বলে তিনি নিশ্চিত করেন।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ সাহাজুল ইসলাম
Leave a Reply