নেত্রকোণার কেন্দুয়া কিশোরী গণধর্ষণ মামলার মূল আসামি মো. ইকবালকে (২৪) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪।
রবিবার ভোররাতে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার টাঙ্গুয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ইকবাল কেন্দুয়া পৌরসভাধীন স্বল্প কমলপুর এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমানের ছেলে।
র্যাব-১৪ এর কোম্পানি অধিনায়ক, উপ-পরিচালক লেফটান্যান্ট কমান্ডার বিএন এম শোভন খান জানান, ইকবাল কিশোরীটিকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে ঈদের পরদিন বাড়ি থেকে কৌশলে বের করে নেয়। পরে উপজেলার স্বল্প কমলপুর থেকে সাহিতপুর যাওয়ার পথে ফাঁকা রাস্তার পাশে সেচের গভীর নলকূপের টিন শেড ঘরে ৬ দিন আটকে রেখে বন্ধুদের সঙ্গে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণকারীরা ১২ জুন গভীর রাতে তাকে অজ্ঞান করে কেন্দুয়া-মদন সড়কের গোগবাজার জামতলা এলাকার ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় কিশোরীটিকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সে ঘটনাটি খুলে বলে।
এ ব্যাপারে ধর্ষিতার বাবা বাদী হয়ে কথিত প্রেমিক মো. ইকবালসহ তার বন্ধুদের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে। কিন্তু মূল আসামি ইকবাল পলাতক ছিলেন। পরে মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে ইকবালের অবস্থান শনাক্ত করার পর বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বন্ধুদের নিয়ে কিশোরীকে পালাক্রমে ধর্ষণের কথা স্বীকার করেছে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply