‘পদ্মা সেতু নির্মাণে ১ লাখ মানুষের কাটামাথা লাগবে’ বলে গুজব ছড়ানোর অভিযোগে অভিযুক্ত নাজমুল আহসান ওরফে বাবু জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় এই জামিন আবেদন করেছেন তিনি।
বুধবার (৪ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবী এ জামিন আবেদন করেন।
এর আগে, বাবুর জামিন চেয়ে করা আবেদন নাকোচ করেন নড়াইল আদালত। এর ধারাবাহিকতায় জামিন চেয়ে তিনি হাইকোর্টে আবেদন করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত নাজমুল আহসান ওরফে বাবু ভুয়া একটি আইডির মাধ্যমে ‘পদ্মা সেতু নির্মাণে কাটা মাথা লাগবে’ বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। পরে গুজব ছড়ানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। পোস্টে তিনি লেখেন, ‘পদ্মা সেতু নির্মাণে বাধার সৃষ্টি হওয়ায় ১ লাখ বা তারও অধিক মানুষের মাথা প্রয়োজন। সেতুর নির্মাণকাজ চালিয়ে যেতে তাই বাংলাদেশের প্রধানমন্ত্রীর নির্দেশে দেশজুড়ে ৪২ দল বের হয়েছে এ মাথা সংগ্রহের জন্য। এরা পথেঘাটে, খেলার মাঠে, হাট-বাজারে ঘুরে বেড়ায়। এদের কাছে আছে ধারালো ছুরি এবং বিষাক্ত গ্যাস, যা ১০-১৫ হাত দূর থেকে স্প্রে করলেই মানুষ অজ্ঞান হয়ে যায়। তখন তারা মাথা কেটে নিয়ে যায়। তাদের লক্ষ্য মাথা কাটা। ইতোমধ্যে খুলনায় অনেক মাথা কেটে নেয়া হয়েছে; তাই সাবধান থাকবেন, বাসার সবাইকে সতর্ক করে দেবেন এবং বাসায় কোনো ভিক্ষুক এলে সাবধানে থাকবেন। অপরিচিত কেউ এলে দরজা খুলবেন না।’
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply