অজিত সভাপতি, দিপঙ্কর সাধারণ সম্পাদক পাইকগাছা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত আইনজীবী সমিতি মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
মোট ৭০ জন ভোটারের মধ্যে ৬৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১১টি পদের বিপরিতে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে সভাপতিসহ আওয়ামী প্যানেল থেকে ৬ জন এবং সাধারণ সম্পাদকসহ বিএনপি প্যানেল থেকে ৫ জন প্রার্থী জয়লাভ করেছেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী ৩ প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ৪১ ভোট পেয়ে এ্যাড. অজিত কুমার মন্ডল সভাপতি নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সভাপতি পঙ্কজ কুমার ধর পেয়েছেন ২৫ ভোট। এ পদে মাত্র ২ ভোট পেয়েছেন প্রশান্ত মন্ডল।
সহ-সভাপতির ২ পদে প্রতিদ্বন্দ্বী ৩ প্রার্থীর মধ্যে কামরুল ইসলাম ও আবুল কালাম আজাদ দু’জনই ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জিএম আমজাদ হোসেন পেয়েছেন ৩৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে ২ প্রার্থীর মধ্যে ৩৬ ভোট পেয়ে এ্যাড. দিপঙ্কর কুমার সাহা নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সাধারণ সম্পাদক শেখ তৈয়ব হোসেন পেয়েছেন ৩০ ভোট।
যুগ্ম-সম্পাদক পদে ২ প্রার্থীর মধ্যে ৩৩ ভোট পেয়ে অনাদি কৃষ্ণ মন্ডল নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবু প্রসাদ সরকার ৩১ ভোট পেয়েছেন।
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২ প্রার্থীর মধ্যে মোঃ বেলাল উদ্দীন ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদুর রহমান মিঠু ২৯ ভোট পেয়েছেন।
লাইব্রেরী সম্পাদক পদে ২ প্রার্থীর মধ্যে রেহানা পারভীন ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সঞ্জয় কুমার মন্ডল ২৪ ভোট পেয়েছেন।
৩ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী ৪ প্রার্থীর মধ্যে সরদার সুবেহ্ সাদিক ৪৫, সমরেশ চন্দ্র মন্ডল ৪৩ ও আব্দুল মালেক ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। পরাজিত সদস্য অরুণ কুমার মন্ডল ৩৪ ভোট পেয়েছেন।
ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী জজ মোঃ সালাহ উদ্দীন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল, সিনিয়র আইনজীবী জিএ সবুর, শেখ লোকমান হোসেন ও বিপ্লব কান্তি মন্ডল। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, চিত্ত রঞ্জন সরকার, সহকারী নির্বাচন কমিশনার ছিলেন, সুকান্ত কুমার রায় ও নাসির উদ্দীন সরদার।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply