পুরনো ঢাকায় কেমিক্যাল গুদাম উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন কিছু ব্যবসায়ী ও বাড়ির মালিক। আজ শনিবার দুপুরে পুরনো ঢাকার বকশিবাজারে তাদের বিক্ষোভের মুখে উচ্ছেদ অভিযান সাময়িক ভাবে থেমে গেলেও কিছুক্ষণ পর দুপুর আড়াইটার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান ফের শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়রের নেতৃত্বে শনিবার দুপুর আড়াইটার দিকে বকশি বাজারের জয়নাগ রোডে কেমিক্যাল গুদাম উচ্ছেদ অভিযানে পুনরায় শুরু হয়। এর আগে গুদাম ও বাড়ির মালিকদের বাধার কারণে অভিযান স্থগিত করা হয়। পরে মেয়র এ খবর শুনে নিজেই অভিযান পরিচালনার ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, আমি যাবো, কে বাধা দেবে আমি দেখবো।
এ সময় জয়নাগ রোডের কয়েকটি কেমিক্যাল গুদামের তালিকা দেখে ৮টি ভবনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর বিকাল ৩টার দিকে প্লাস্টিক ও কেমিক্যাল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন মেয়র। বৈঠকে বসার আগে মেয়র সাঈদ খোকন বলেন, আমরা কোনও গুদামের মালামাল জব্দ করছি না। কাউকে সাজাও দিচ্ছি না। আমরা কেবল হাজার হাজার মানুষের জীবন সেভ করছি। এসব গুদামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় আগুন লাগে। আগুনে এ পর্যন্ত ৭১ জনের মৃত্যু হয়েছে। আগুনে দগ্ধ ও আহত বেশ কয়েকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন।
চকবাজারে অগ্নিকাণ্ডের পর পুরান ঢাকায় রাসায়নিক গুদাম অপসারণের জন্য অভিযানে নামে বিশেষ টাস্কফোর্স। সিটি করপোরেশনের তত্ত্বাবধানে টাস্কফোর্সের এই অভিযান চালানো হচ্ছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply