পৃথক এলেম শিক্ষার ব্যবস্থা করা মহিলাদের জন্য জায়েয
হাদীস: হযরত আবু সাঈদ খুদরী (রা) হতে বর্ণিত। তিনি বলেন একবার মহিলাগণ নবী করীম (সাঃ) এর কাছে অপত্তি করল আমরা পুরুষদের জন্য আপনার দরবারে হাজির হতে পারি না। অতএব আপনি শুধু আমাদের জন্য একটি দিন নির্ধারিত করে দিন। অতপর রাসূলেপাক (সাঃ) খাসভাবে তাদের জন্য একটি দিনের ওয়াদা করলেন।
সেদিন তিনি তাদের কাছে গিয়ে ওয়াজ নসীহত করলেন এবং শরীয়তের নির্দেশবলী শুনালেন। তাদেরকে রাসূলেপাক (সাঃ) যেসব নসীহত শুনালেন তার মধ্যে একটি নসীহত ছিল, তোমাদের মধ্যে কোন মহিলার যদি তিনটি সন্তানই শৈশবকালে মারা যায় তা হলে উক্ত সন্তান তার জন্য দোযখের আযাব থেকে রক্ষা করার ঢালস্বরূপ হবে। এক মহিলা প্রশ্ন করলেন, যদি দু‘সন্তান মারা যায়? উত্তরে রাসূলেপাক (সাঃ) বললেন দু‘সন্তান মারা গেলেও।
নবী করীম (সাঃ) এর শাফায়াত প্রথম কে পাবে
হাদীস: হযরত আবু হোরায়রা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, একদিন রাসূলেপাক (সাঃ) কে প্রশ্ন করা হলো কিয়ামতের দিন আপনার শাফায়াত দ্বারা কোন ব্যক্তি সর্বপ্রথম উপকৃত হবেন? উত্তরে রাসূল (সাঃ) বললেন, হে আবু হোরায়রা!
হাদীস শিক্ষার প্রতি তোমার যে আগ্রহ আমি দেখতে পেয়েছি, তাতে আমার ধারণা ছিল তোমার পূর্বে কেউ আমাকে এ সম্পর্কে প্রশ্ন করবে না। শুনে রাখ! কিয়ামতের দিন আমার সাফায়াত দ্বারা বেশী উপকৃত হবে ঐ ব্যক্তি যিনি মনেপ্রাণে এখলাসের সাথে বলবে-অর্থাৎ আল্লাহ ছাড়া কোন মা‘বুদ নাই এবং মুহাম্মদ (সা) আল্লাহ পাকের বান্দা ও রাসূল।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / শাকিল আহমেদ মোহন
Leave a Reply