হাদীস: উম্মুল মু’মিনীন হযরত আয়েশা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, মহান রাব্বুল আলামীন যখন নামাযগুলো ফরজ করেছেন, তখন তা দু’ দু রাকাত করে ফরয করেছেন। একামত অবস্থায় হউক অথবা সফর অবস্থায় হউক। অতঃপর সফর অবস্থায় দু’রাকাত নামায ঠিক রাখা হয়েছে। আর ইকামত অবস্থার দু’রাকাত নামায বাড়ানো হয়েছে।
কাপড় জড়ায়ে নামায পড়া:
হাদীস: হযরত আয়েশা (রা) বলেন, হযরত রাসূলুল্লাহ (সাঃ) ফযরের নামায আদায় করতেন। তখন মুসলমানদের মহিলাগণ তাঁর সাথে জামাতে শরীক হতেন। মহিলারা এমন অবস্থায় তাদের মাথা হতে পা পর্যন্ত সমস্থ শরীর চাদর দ্বারা জড়ায়ে রাখতেন। নামায শেষে তারা নিজ নিজ ঘরে চলে যেতেন অথচ মহিলাদেরকে কেউ চিনতে পারতেন না।
রঙিন ছাপার কাপড় নামাযের সামনে না রাখা:
হাদীস: হযরত আনাস (রা) বলেন, হযরত আয়েশা (রা) এর একখানা হালকা-পাতলা পশমী রঙিন নকশাওয়ালা পর্দার কাপড় ছিল। তা দ্বারা তিনি নিজ হুজরার এক কিনারায় পর্দা করে ছিলেন। রাসূলেপাক (সাঃ) তাকে বললেন। তোমার এ পর্দা আমার সম্মুখ থেকে সরায়ে দাও। যেহেতু কাপড়ের নকশাগুলো আমার নামাযের মধ্যে বার বার ভেসে উঠে।
রেশমী কাপড় পরিধান করা প্রসঙ্গে:
হাদীস: হযরত উকবাহ ইবনে আমের (রা) বলেন, এক সময় রাসূল (সাঃ) কে একটা রেশমী কাপড় হাদীয়া দেয়া হয়েছিল। রাসূলেপাক (সাঃ) তা পরিধান করে নামায আদায় করেছিলেন। নামায আদায় করার পর রাসূলেপাক (সাঃ) উক্ত রেশমী কাপড়টি খুব অপছন্দ সহকারে খুলে ফেললেন এবং বললেন তা মুত্তাকীদের জন্য পরিধান করা উচিত নয়।
নামাযী ব্যক্তির সম্মুখে সুতরা:
হাদীস: হযরত আবু হোরায়রা (রা) বলেন, আমি রাসূলুল্লাহ (সাঃ) কে লাল রং এর কাপড় পরিহিত অবস্থায় দেখতে পেলাম। আমি ঐ সময় হযরত বেলাল (রা)-কে দেখতে পেলাম তিনি রাসূলেপাক (সাঃ) এর জন্য অযুর পানি নিয়ে আসছেন। আর রাসূলেপাক (সাঃ) এর ব্যবহৃহ অযুর পানি গ্রহণ করার জন্য লোকেরা খুব ভীড় জমায়েছেন। অতঃপর যারা উক্ত পানির কিছু অংশ পেয়েছেন তা তার নিজ মুখমন্ডলে মেখে দিচ্ছেন। আর যিনি কিছুই পাননি তিনি নিজের সঙ্গী-সাথীদের হাতের ভিজা অংশ থেকে কিছু মাসেহ করে নিতেছেন।
অতঃপর আমি হযরত বেলাল (রা) কে দেখতে পেলাম তিনি রাসূলেপাক (সাঃ) এর আনাজাহ নামক ছোট লাঠি হাতে নিলেন এবং তা সুতরা হিসেবে মাঠের এক পাশে গেড়ে দিলেন। তারপর রাসূলেপাক (সাঃ) লাল রং এর একখানা চাদর গায়ের উপর জড়ায়ে বের হলেন এবং উক্ত আনাজাহকে সুতরা বানায়ে উপস্থিত লোকদেরকে নিয়ে দু’রাকাত নামায আদায় করলেন। আমি আরো দেখতে পেলাম যে বিভিন্ন প্রকার মানুষ এবং চুতষ্পদ জীব-জানোয়ার ‘আনাজার’ সামনে দিয়ে যাতায়াত করছে।
অনলাইন বাংলা নিউজ বিডি : / শাকিল আহমেদ মোহন
Leave a Reply