নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন গ্রামকে শহরে পরিণত করবেন। সেই লক্ষ্য নিয়ে দেশের উন্নয়ন কর্যক্রম পরিচালিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উচুঁ করে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলায় প্রাণিসম্পদ অধিদপ্তরের নব-নির্মিত দ্বিতল ভবন উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাকিব আল রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রত্না আহম্মেদ, সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. বেলাল হোসেন, সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সেলিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াকুব আলী মণ্ডল, সাধারণ সম্পাদক এসএম ফিরোজ প্রমুখ।
জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. বেলাল হোসেন জানান, প্রায় ৪০ লাখ টাকায় ৩০ শতাংশ জায়গা অধিগ্রহণ করা হয়। সেখানে ইউএলডিসি প্রকল্পের আওতায় ১ কোটি ৭ লাখ টাকায় প্রাণি সম্পদ দপ্তরের দ্বিতল ভবন নির্মাণ করা হয়।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply