বুধবার (৫ ডিসেম্বর) শেষদিনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ আপিল করেছেন ২২৪ জন। কেউ কেউ আবার প্রতিপক্ষের প্রার্থীতা বাতিলের দাবি জানিয়েও আবেদন করেছেন ইসিতে।
প্রার্থিতা ফিরে পেতে আপিল আবেদন নিয়ে ব্যস্ত নির্বাচন কমিশন (ইসি)। ৭৮৬ জনের প্রার্থিতা বাতিল হলেও সব মিলিয়ে আবেদন করেছেন প্রায় সাড়ে পাঁচ শো প্রার্থী।
ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) থেকে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিলের শুনানি ও নিষ্পত্তি করা হবে। ধারাবাহিকভাবে এ কার্যক্রম শুরু হয়ে শেষ হবে শনিবার (৮ ডিসেম্বর)।
হেলালুদ্দীন আহমদ বলেন, বৃহস্পতিবার ১ থেকে ১৬০ পর্যন্ত আপিলের নিষ্পত্তি করা হবে। এছাড়া শুক্রবার ১৬১ থেকে ৩১০ পর্যন্ত আর ৩১১ থেকে ৫৪৩ পর্যন্ত বাতিল হওয়া মনোনয়নপ্রার্থীর আপিলের নিষ্পত্তি করা হবে। ইসির সিদ্ধান্তে সন্তুষ্ট না হলে যেতে পারেন উচ্চ আদালতেও।
এদিকে সকালে নির্বাচনী আইন পর্যবেক্ষন ও তদন্তে গঠিত ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির উদ্দেশ্যে ব্রিফ করে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত এই কমিটি কোনো কার্যকর পদক্ষেপ না নেয়ায় অসন্তোষ প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
ভয় ভীতির উর্ধে থেকে সবার জন্য সমানভাবে আইন প্রয়োগে কমিটিকে নির্দেশনা দেন সব নির্বাচন কমিশনাররা।
৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের পর ১০ ডিসেম্বর দেয়া হবে প্রতিক বরাদ্দ।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply