কামরান আহমেদ রাজীব কুষ্টিয়া প্রতিনিধিঃঘুর্ণিঝড় ফণী’র ভয়াবহতার আশঙ্কা ও মাত্রা বুঝে উপশম কার্যক্রমে প্রশিক্ষণ অনুসারে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে,কুষ্টিয়ার দৌলতপুরের মুক্ত স্কাউট কার্যক্রম। বৃহস্পতিবার এমন বিজ্ঞপ্তি দেয় স্কাউটস ইউনিট টি। গেল ৩ বছর যাবত উপজেলাটিতে স্কাউটিং চর্চা বাড়াতে বিভিন্ন স্কাউটিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইউনিট টি।
বিজ্ঞপ্তিতে তারা জানায়, আগামীকাল ৩ মে শুক্রবার থেকে সকল স্কাউটস – রোভারদের আহ্বান করা যাচ্ছে যে, সর্বদা প্রস্তুত থাকতে হবে, ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে দলগতভাবে যে কোন সময় মাঠে নামতে হবে উপশম ও রক্ষার্থে। দৌলতপুরের সকল স্কাউটস ও রোভার সদস্য কে প্রস্তুত থাকার আহ্বান রইলো। পরবর্তী নির্দেশনা যেভাবেই হোক সবাইকে এক সাথে পৌঁছে দেয়া হবে।
সকলে, স্কার্ফ,লাঠি ও স্কাউস কার্যক্রমে ব্যবহৃত বিশেষ দড়ি সংগ্রহে রাখুন। কার্যক্রমের ধারাবাহিকতা অনুসারে রাষ্ট্রীয় মুভমেন্টের সাথে তাল মিলিয়ে তাদের কার্যক্রম পরিচালিত হতে দৌলতপুরে অন্তত ১০০ জন উচ্চ প্রশিক্ষিত স্কাউট বা রোভার সদস্য রয়েছে বলে জানান স্কাউটস ইউনিটটির মুখপাত্র মোঃ আক্তারুজ্জামান।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply