শনিবার সকাল ১১টায় ফরিদপুর শহরের নীলটুলি এলাকা থেকে জেলা বিএনপি এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। কারাগারের ভিতরে আদালত বসিয়ে বিচার কার্য পরিচালনার প্রতিবাদ ও বেগম জিয়ার মুক্তির দাবিতে ফরিদপুর জেলা বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভের নেতৃত্বে ছিলেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে মুজিব সড়ক হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপি সহ-সভাপতি শহীদ পারভেজ, জেলা বিএনপি যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন দিলা প্রমুখ।
এছাড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজ, অর্থ সম্পাদক ফাত্তাউল ইসলাম ফাত্তাহ, সাংস্কৃতিক সম্পাদক আশরাফ হোসেন, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসানুর রহমান মৃধা, যুগ্ম-আহ্বায়ক লিটন বিশ্বাসসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা বলেন, অসাংবিধানিক ভাবে কারাগারের ভিতরে আদালত স্থানান্তর কোন ভাবেই দেশবাসী মেনে নিবে না। সরকার পরিকল্পিত ভাবে বেগম জিয়াকে হত্যা করা জন্য একের পর এক নাটকের জন্ম দিচ্ছে। এসময় তারা বেগম জিয়ার মুক্তি দাবি করেন।
বেগম খালেদা জিয়াকে মুক্তির দাবীতে দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল বের করছে কেন্দ্রীয় বিএনপি এবং এর নেতাকর্মীরা। তাঁদের উদ্দেশ্য নির্বাচনের আগেই খালেদাকে মুক্ত করে নির্বাচনী প্রচারণায় নামা।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply