বিপিএল ফাইনালে আজ শিরোপার লড়াইয়ে মাঠে নামবে ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্স।
টানা দ্বিতীয় শিরোপার মিশনে আত্মবিশ্বাসী সাকিবের ঢাকা। অন্যদিকে প্রথম শিরোপায় চোখ মাশরাফী বাহিনীর। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়।
শক্তিশালী স্কোয়াডে সমীহ আদায় করেছে শুরু থেকেই। বিপদের সময় ঢাকার হয়ে দাড়িয়ে গেছেন কেউ না কেউ।
সাকিব-নারিন-আফ্রিদিদের নিয়ে গড়া স্পিন আক্রমণ ঢাকার মূল শক্তি। পারফর্মেন্সে আবু হায়দার ছাড়িয়ে যাচ্ছেন বিশ্বসেরা আমিরকে। ব্যাটিং-বোলিং দুই ডিপার্টমেন্টে গভীরতা বেড়ে যাচ্ছে সব্যসাচী সাকিবের সামর্থ্যে। গেইল-ম্যাককালামদের ফর্ম তাই ভারী করছে না ডায়নামাইটস শিবিরের পরিবেশ।
প্রতিপক্ষের সামর্থ্য নিয়ে না ভাবলে চলছে রাইডারদেরও। গেইল-ম্যাককালামদের ফর্ম আত্মবিশ্বাস যোগাবে মাশরাফীর দলকে। সাথে দ্বিতীয় কোয়ালিফায়ারে জনসন চার্লসের অপরাজিত সেঞ্চুরি আভাস দিচ্ছে জমজমাট ফাইনালের।তবে শিবিরে সবচেয়ে বড় শক্তি অধিনায়ক মাশরাফী নিজেই। আগের চার আসরের তিনটিতেই ফাইনাল খেলার অভিজ্ঞতা নিয়ে যাচ্ছেন চতুর্থ চেস্টায়।
একদিকে ঢাকার স্পিন অ্যাটাক অন্যপাশে রংপুরের দুর্ধষ ব্যাটিং অর্ডার। ফাইনালের মঞ্চে আবেদন বাড়িয়ে দিচ্ছে সাকিব-মাশরাফী দ্বৈরথ।
পঞ্চম আসরেও কি অক্ষুণ্ণ থাকবে ঢাকার শ্রেষ্ঠত্ব নাকি আত্মপ্রকাশ ঘটবে নতুন রাইডারদের দেখার অপেক্ষা ফাইনালের মঞ্চে।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / ক.আ।
Leave a Reply