বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল এশিয়া মহাদেশের শ্রেষ্ঠত্ব অর্জনের সম্মানার্থে গাইবান্ধার ফুলছড়িতে নারী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এসকেএস ফাউন্ডেশনের পাওয়ার প্রকল্পের আয়োজনে একশন এইড বাংলাদেশের সহযোগিতায় আজ ৩০ নভেম্বর শুক্রবার উদাখালী উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় অংশগ্রহন করে উড়িয়া নারী উন্নয়ন ফেডারেশন বনাম গজারিয়া নারী উন্নয়ন ফেডারেশন। খেলায় গজারিয়া নারী উন্নয়ন ফেডারেশন ১-০ গোলে উড়িয়া নারী উন্নয়ন ফেডারেশনকে পরাজিত করে। এসময় পাওয়ার প্রজেক্ট একশন এইড ঘানার প্রজেক্ট ম্যানেজার আজুমী মেসুনার নেতৃত্বে ঘানার তিনজন পার্টনার স্টাফ ও চারজন নারী দলের সদস্যরা মাঠে বসে খেলা দেখেন।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা বেগম, পাওয়ার প্রজেক্ট একশন এইড ঘানার প্রজেক্ট ম্যানেজার আজুমী মেসুনা, এসকেএস পাওয়ার প্রজেক্টের সমন্বয়কারী জালাল উদ্দিন, একশন এইড বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা আহমাদ ইবনে সেলিম, একশন এইড বাংলাদেশের জাতীয় কমিটির সদস্য অঞ্জলী রাণী, ফুলছড়ি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাজুল ইসলাম আলবেরুনী প্রমুখ। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। খেলায় ফুলছড়ি উপজেলার ৪টি ইউনিয়নের নারী ফেডারেশনের সদস্যরা অংশগ্রহন করেন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply