ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, যানজট নিরসন করতে ইতিমধ্যে পৌরসভার পক্ষ থেকে সড়কে ‘লেন’ নির্ধারন করে দেয়া হয়। রিক্সা চলাচলের জন্য দেয়া সুতার বদলে ‘রড’ টানানো হলেও নির্ধারিত ওই লেনে মোটর সাইকেল পার্কিং করে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে পুলিশের রেকার দিয়ে ট্রাংক রোড, শহীদ শহীদুল্লা কায়সার সড়ক থেকে ২০টি মোটর সাইকেল জব্দ করা হয়েছে।
ফেনীতে যানজট মুক্ত করতে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে সম্প্রতি রিক্স লেন করা হয়েছে। রিক্সার নিদিষ্ট লেনে মোটর সাইকেল পার্কিং করে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে ১০ নভেম্বর শনিবার দুপুরে ২০টি মোটর সাইকেল জব্দ করা হয়েছে।
ফেনীর ট্রাফিক পুলিশের পরিদর্শক মীর গোলাম ফারুক মোটর সাইকেল পার্কিং করে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে মোটর সাইকেল জব্দ করার তথ্য নিশ্চিত করেছেন।
এবিষয়ে ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন জানান, যানজট মুক্ত করতে ট্রাংক রোড, শহীদ শহীদুল্লা কায়সার সড়কে যে ধরনের ব্যবস্থা প্রয়োজন তা করা হবে। কোন ফুটপাত দখল করতে দেয়া হবে না।
অনলাইন বাংলা নিউজ বিডি :/আমিরুল ইসলাম
Leave a Reply