বিভিন্ন সময়ে বিভিন্ন মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদের সঙ্গে অশালীন আচরণের খবর পাওয়া যায়। যা কখনো কখনো বিতর্কিত করে এই পেশাটিকে।
এবারও ফের এমনই এক ঘটনা ঘটলো রাজধানীর যাত্রাবাড়ী এলাকায়।
এক মাদ্রাসাছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মাদ্রাসাশিক্ষকের নাম মারুফ বিল্লাহ (২২)। ঘটনার পর থেকে পলাতক শিক্ষককে এখনো গ্রেপ্তার করতে পারেনি।
ভুক্তভোগী শিশুটির মা গত ২৫ সেপ্টেম্বর এই শিক্ষকের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করেন।
যাত্রাবাড়ী থানা-পুলিশ বলছে, অভিযুক্ত মাদ্রাসাশিক্ষককে যেকোনো সময় গ্রেপ্তার করা হবে। ভুক্তভোগী শিশুর মা বলেন, যাত্রাবাড়ী এলাকার একটি আবাসিক মাদ্রাসায় তাঁর ছেলে চার বছর ধরে পড়াশোনা করে আসছিল। গত ১৯ সেপ্টেম্বর তাঁর ছেলেকে বলাৎকার করেন ওই মাদ্রাসাশিক্ষক। আদালতে পুলিশ এক প্রতিবেদন দিয়ে বলেছে, মাদ্রাসাশিক্ষক মারুফ বিল্লাহ ওই শিশুকে বলাৎকার করেছেন। শিশুটি গত ২৭ সেপ্টেম্বর ঢাকার আদালতকে বলাৎকারের ঘটনার বিষয়টি জানিয়েছে। সেদিন আদালত শিশুটির জবানবন্দি রেকর্ড করে।
মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) জয়কৃষ্ণ বর্মণ মঙ্গলবার বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদ্রাসাশিক্ষক মারুফ বিল্লাহ শিশুটিকে বলাৎকার করেছেন। আসামি মারুফের বাড়ি ফরিদপুর। সেখানেও খোঁজ নেওয়া হয়েছে। যেকোনো সময় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হবে।
শিশুটির মা জানান, সেদিন ভোররাতে তাঁর ছেলেকে ঘুম থেকে ওঠান ওই মাদ্রাসাশিক্ষক। তাঁর ছেলেকে হাত-পা টিপে দিতে বলেন মারুফ বিল্লাহ। পরে মাদ্রাসার একটি কক্ষে নিয়ে বলাৎকার করা হয়। এরপর বাসায় এসে তাঁর ছেলে বলে, সে আর ওই মাদ্রাসায় পড়বে না। একপর্যায়ে বলাৎকারের ঘটনাটি ছেলের মুখ থেকে জানতে পারেন।
যাত্রাবাড়ী এলাকার ওই মাদ্রাসার তত্ত্বাবধায়ক (সুপার) ফখরুল ইসলাম বলেন, তিনি শুনেছেন, তাঁর মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকার করার অভিযোগে মারুফ বিল্লাহর বিরুদ্ধে মামলা হয়েছে। এর বেশি কিছু তিনি জানেন না।
শিশুটির মা জানালেন, এ ঘটনার পর থেকে তাঁর ছেলেকে আর মাদ্রাসায় পাঠাননি। সে এখন বাসায় থাকছে। ঠিকমতো খেতে চাচ্ছে না, সব সময় মন মরা থাকে।
নীতি বিবেকবোধকে ধর্ম কতটুকু জাগিয়ে তুলতে পারে, সেটিই আজ প্রশ্নের মুখে। একজন ধর্মপ্রাণ মাদ্রাসা শিক্ষকের কাছে এমন মূল্যবোধের অভাব, সত্যিই মেনে নেয়া কষ্টসাধ্য।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ মোঃ মোস্তফা কামাল
Leave a Reply