এটি কোনো আঁকা কিংবা সম্পাদনা করা ছবি নয় বরং আসল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা থেকে তোলা হয়েছে এই ছবি। বুঝতেই পারছেন, আকাশকে হার মানিয়ে বজ্রগুলো আঘাত করেছে ভূমিতে।
এই আঘাতে অগ্নিপাতের কারণে সান্তা বারবারা এলাকার প্রায় তিন হাজার মানুষকে সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়।
জানা যায়, গত ৫০ বছরে এমন বজ্রপাতের দৃশ্য দেখেনি স্থানীয়রা। পাহাড়বেষ্ঠিত ওই এলাকায় শুধু এই বজ্রপাতের কারণে দাবানলের সৃষ্টি হয়। এতে প্রাণহানির ঘটনা না ঘটলে স্থানীয়দের এক হাজারেরও বেশি বাড়িঘর পোড়াসহ ব্যাপক ক্ষতি হয়।
বিকট শব্দে বাইরে অবস্থান করা অনেকেই তাদের কানের পর্দাও হারিয়েছেন। বেশ কিছুদিন আগের হলেও ছবিটি দ্য গার্ডিয়ানে স্থান করে নিয়েছে যা এখনো সাধারণের মধ্যে ভীতি সঞ্চার করে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply