দেশী আমড়াকে সংস্কৃত ভাষায় বলা হয় আম্রাতক। পাকা আমড়া আয়ুর্বেদ মতে মধুর, স্নিগ্ধ, পিত্ত, কফনাশক।
পাকা আমড়ার শরবত খেলে আহারে রুচি হয়, পেটের বায়ুর প্রকোপ কমে এবং কোষ্ঠ শুদ্ধি হয়। দেশী আমড়া বলকারক, দাহ ও ক্ষয় নিবারণ করে, পিত্ত প্রশমন করে।বাত পিত্রের জন্যে যে বদহজম হয় তাতে আমড়া খেলে উপকার পাওয়া যায়।
সুস্থ থাকতে দেশী আমড়া প্রয়োগঃ-
১। দইয়ের সঙ্গে আমড়া গাছের ছাল সেদ্ধ খেলে রক্ত আমাশায় উপকার পাওয়া যায।
২। আমড়ার আঁটির শাস বেটে প্রতিদিন সকালে ছোঁলার আকারে গুলির পরিমাণে থেলে মধুমেহ (ডায়বেটিস) রোগের আরোগ্যে খুবই সুফল পাওয়া যায়।
Leave a Reply