জাহেদুল ইসলাম মিরাজ,চট্রগ্রাম প্রতিনিধি :“হাসি, ঠাট্টা, অভিমান, সব মিলিয়েই আমাদের বন্ধুত্ব চলছে আর চলবে। শুরু হয়েছিলো একসময়, তবে শেষ হবার নয়। তোমার প্রতিটা জন্মদিনেই তোমাকে এভাবে শুভ জন্মদিন বান্ধু বলে শুভেচ্ছা জানাতে চাই প্রতি বছর।“ “তুমি কি জানো যে তোমার ভাগ্য অনেক ভালো? আমার মতো বন্ধু যার আছে তার ভাগ্য ভালো না হয়ে কি পারে! আমি তোমার জন্মদিন মনে রেখেছি, সেই জন্য তোমার নিজেকে ভাগ্যবান মনে করা উচিৎ, কারন এই প্রথমবার কোনো বন্ধুর জন্মদিনের তারিখ মনে রাখতে পেরেছি। শুভ জন্মদিন।“ “সামনে নেই ঠিকই, দেখা সাক্ষাৎ ও তেমন হয়না, হয়তো ব্যস্ততার কারনেই এমন অবস্থা, কিন্তু তাই বলে কি তোমার জন্মদিন ভুলে যাবো! এমনটা তো হতে পারে না। শুভ জন্মদিন বন্ধু।
“একসাথে অনেক গুলো বছর পার করলাম তোমার সাথে। মান অভিমান ও করেছি অনেক। তবে আমাদের বন্ধুত্ব আজও আছে সেই আগের মতো, যেমনটা ছিলো আগে। আজকে তোমার জন্মদিনে তোমার জন্য অগণিত শুভ কামনা রইলো।“ একটা কবিতা না বলে পারলাম না… তোমার জন্য ফোটে পৃথিবীর সব গোলাপ, তোমার জন্য এই কবিতা নয়সে প্রলাম । আলোকিত হয়ে নিজে তুমি আলোকিত কর পৃথিবীকে। এই কামনাই। শুভ জন্মদিন বন্ধু!
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply