রুবেল সরদার, বাবুগঞ্জ প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে পুননির্বাচিত এমপি ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন এবং সংরক্ষিত নারী আসন থেকে এমপি নির্বাচিত তার স্ত্রী লুৎফুন নেসা খান বিউটিকে গণসংবর্ধনা
দেওয়া হয়েছে। সোমবার বিকেলে বরিশাল বিমানবন্দর গেটে ওয়ার্কার্স পার্টি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এমপি দম্পতিকে ওই গণসংর্ধনা দেওয়া হয়। বিকেল সাড়ে ৪ টার দিকে সপরিবারে এমপি রাশেদ খান মেনন বরিশাল বিমানবন্দরে অবতরণ করলে প্রথমে তাকে ফুল দিয়ে বরণ করেন জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান। পরে একেএকে উপজেলা ওয়ার্কার্স পার্টির বিভিন্ন শাখা, যুবমৈত্রী ও ছাত্রমৈত্রীসহ
সহযোগী সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। এসময় রাশেদ খান মেনন ও লুৎফুন নেসা খান বিউটি এমপি দম্পতি ছাড়াও তাদের একমাত্র পুত্র আনিক রাশেদ খান, পুত্রবধূ ও নাতনি উপস্থিত ছিলেন। উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক টি.এম শাহজাহানের সভাপতিত্বে বরিশাল বিমানবন্দর গেটে ওই গণসংবর্ধনা অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন স্থানীয় বরিশাল-৩ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু ও বাবুগঞ্জ উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক ফিরোজ। এসময় সেখানে বরিশাল সরকারি
মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব হাওলাদার, উজিরপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক ফায়জুল হক বালী ফারাহীন, বাবুগঞ্জের রহমতপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার মাহমুদ, ওয়ার্কার্স পার্টির ভাইস চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিন, দেহেরগতি শাখা সম্পাদক শহিদ হাওলাদার, ওয়ার্কার্স পার্টির নেতা নেতা শাহিন হোসেন, ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি সুজন আহমেদ, শামিল শাহরোখ তমাল, সুমন আকন জুয়েল, কেন্দ্রীয় যুবমৈত্রী নেতা মানিক হাওলাদার মামুন, উপজেলা যুবমৈত্রী সম্পাদক হাসানুর রহমান পান্নু, ছাত্রমৈত্রীর আহবায়ক এইচ.এম আলী হোসেন, রাশেদ খান মেনন মডেল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য কামরুল হাসান, দলিল উদ্দিন মোল্লা, ইমরুল হাসান প্রমুখ ছাড়াও ওয়ার্কার্স পার্টি এবং সহযোগী সংগঠনের জেলা, মহানগর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply