হাদীস: হযরত আবু হোরায়রা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (সাঃ) এর সাহাবাগণের মধ্যে কারো কাছে আমার চেয়ে হাদীস বর্ণনাকারী নেই। তবে আবদুল্লাহ ইবনে আমর (রা) থেকে আমার চেয়ে হাদীস বর্ণনা হতে পারে। কেননা তিনি রাসূলুল্লাহ (সাঃ) এর হাদীস লিখে রাখতেন। আর আমি লিখে রাখতাম না।
দুনিয়াতে বিপদ-আপদ ও রহমতের ভান্ডার:
হাদীস: হযরত উম্মে সালামা (রা)বর্ণনা করেন, নবী করীম (সাঃ) একবার ঘুম থেকে হঠাৎ আঁতকে উঠলেন এবং বললেন, সুবহানাল্লাহ! এ রাত্রি কালে কত প্রকার বিপদাপদ দুনিয়ার বুকে নেমে এসেছে এবং কত প্রকার রহমতের ভান্ডার ও খুলে দেয়া হয়েছে।
ঘরে যারা শুয়ে আছে তাদেরকে জাগিয়ে দাও। অনেক লোক এ দুনিয়াতে সাজ-সজ্জা ও বেশভূষা নিয়ে ব্যস্ত আছে, কিন্তু আখেরাতে তারা উলঙ্গ অবস্থায় উঠবে।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / শাকিল আহমেদ মোহন
Leave a Reply