জাহেদুল ইসলাম মিরাজ,চট্রগ্রাম প্রতিনিধি :২ এপ্রিল দুপুর ১২ ঘটিকার সময় বাঁশখালীর উপকূলীয় বাহারছড়া সমুদ্র সৈকত পরিদর্শনে আসলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের টিম, এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের জেনারেল ম্যানেজার মো. জাকির হোছাইন সিকদার, ফ্রন্ট অফিস ম্যানেজার মো. আবু ইউছুফ পাটোয়ারি, ডিউটি ফ্রি অপারেশনস্ ডেপুটি ম্যানেজার নাজিম উদ্দিন হায়দার. বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার,পরিদর্শনকালীন সময়ে সার্বক্ষনিক তাদের সাথে ছিলেন বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম সহ অত্র ইউনিয়নের ইউপি সদস্য গণ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে উক্ত টিমের সাথে কথা বলে তাহারা জানান আশা করি বাঁশখালীর বাহারছড়া উপকূলীয় সুবিশাল সমুদ্র সৈকত পর্যটন স্পট হিসেবে ঘোষণা করা হবে অচিরেই। এ লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন পরিদর্শনে আসা বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের এ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply