সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার যে কোন ক্রিকেট ম্যাচ অন্য রূপ নেয়। এক সময় ভারত-পাকিস্তান এর প্রতিটি ম্যাচ ছিল উত্তেজনায় ভরপুর, বর্তমানে পাকিস্তানের স্থানটি দখল করে নিয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে প্রতিটি ম্যাচে দর্শক ও খেলোয়ারদের মধ্যে যেন বেজে উঠে যুদ্ধের দামামা। ২০১৫ সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পর ভারতের সাথে যেন কোন ম্যাচ ই যেন উত্তেজনার রসদ হয়ে ওঠে। তবে আজকে উত্তেজনার পারদ যেন আরও একটু বেশী থাকবে। আজ ভারত-বাংলাদেশ মুখোমুখি হচ্ছে ত্রিদেশীয় নিদাহাস ট্রফির ফাইনালে।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:৩০ মিনিটে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হবে শিরোপার লড়াই। একটি ম্যাচ থেকে অনেক কিছু প্রাপ্তির সুযোগ রয়েছে বাংলাদেশের। প্রথমত ভারতের সাথে আগের সাত ম্যাচ টি ২০ তে বাংলাদেশ কখনো ই জিততে পারেনি,আজকে সেই হতাশার গেরো খোলার সুযোগ এসেছে। টেস্ট মর্যাদার পাওয়ার পর বাংলাদেশ কোন টুর্নামেন্ট জিততে পারেনি, আজ জিততে পারলে সেই আক্ষেপ ঘুচবে। এতকিছু পাওয়া যাবে যে ম্যাচে সে ম্যাচে বাড়তি চাপ তো থাকবেই।
বাড়তি চাপের এই ম্যাচের পূর্বে বাংলাদেশ উতরে গেছে স্নায়ুচাপের বড় এক পরীক্ষায়। শুক্রবারের অলিখিত সেমিফাইনালে চরম উত্তেজনায় ভরপুর এক ম্যাচে নাটকীয়তার সাথে শেষ ওভারে ম্যাচ জিতেছে বাংলাদেশ। কঠিন স্নায়ুচাপের পরীক্ষা দেওয়া শ্রীলঙ্কা ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগবে আজকের ম্যাচে। আজকের পূর্বে বাংলাদেশ ২০১৬ সালে এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল। সেই ফাইনালে ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ।
একই বছর ভারতে অনুষ্ঠিত টি টুয়েন্টি বিশ্বকাপে ১ রানের অবিশ্বাস্য হারের দুঃসহ স্মৃতি আজও হয়ত তাড়িয়ে বেড়ায় মুশফিক ও মাহমুদুল্লাহ্ কে। তবে নিদাহাস ট্রফি তে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচেই শেষ ওভারে জয় তুলে নিলে মুশফিক ও মাহমুদুল্লাহ্ কিছুটা হলেও প্রায়শ্চিত্ত করেছেন। নিদাহাস ট্রফির ফাইনালে উঠার জন্য বিসিবি ১ কোটি টাকার বোনাস ঘোষণা করেছে,ফাইনাল জিততে পারলে বোনাসের পরিমাণ আরও বাড়বে। ভারতের বিপক্ষে অনুপ্রেরণা হিসেবে বোনাস ঘোষণা করা হলেও ভারতের বিপক্ষে বাংলাদেশ দল এমনিতেই উজ্জীবিত থাকে। তাই বাড়তি প্রেরণার দরকার হয় না। প্রাথমিক পর্বে ভারত বাংলাদেশ কে দুই ম্যাচে হারালেও বাংলাদেশের বিপক্ষে আজ বাড়তি চাপে থাকবে ভারত।
গত কয়েক বছরে বাংলাদেশ-ভারত দ্বৈরথ যে নতুন রূপ নিয়েছে, তাতে নির্ভার থাকতে পারছেন না দিনেশ কার্তিক। কলম্বোয় শনিবার সংবাদ সম্মেলনে ভারতীয় দলের প্রতিনিধি হয়ে আসা উইকেটকিপার-ব্যাটসম্যান জানালেন, বাংলাদেশের বিপক্ষে এখন যেকোনো ম্যাচই কঠিন। কারণটাও ব্যাখ্যা করেছেন কার্তিক, ‘উপমহাদেশের কন্ডিশনে বাংলাদেশ এখন খুবই ভালো দল। চাপ থাকবেই। সমস্যা হল, আমাদের সমর্থকরা ধরেই নেন বাংলাদেশের বিপক্ষে আমরা জিতব।
জিতলে কোনো বাহবা নেই। কিন্তু হারলেই শুনতে হয়, ‘তোমরা বাংলাদেশের কাছে হেরেছ। কী করেছ তোমরা? আমি নিশ্চিত, এবারও তাই ঘটবে। তবে আমরা এখন পর্যন্ত টুর্নামেন্টে সফল। শেষ ম্যাচটাও জিততে চাই। আমি নিশ্চিত, খুব ভালো একটা ম্যাচ হবে।’
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply