চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে জয়ের জন্য ৩৯৮ রানের কঠিন লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ক্রিকেট ইতিহাসে নিজেদের তৃতীয় টেস্ট খেলতে নামা আফগানিস্তান।
রোববার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্টের চতুর্থ দিনের খেলা শুরুর কথা থাকলেও তা ১১টা ৫০ মিনিটে মাঠে গড়ায়। ৩৮ বল খেলে সফরকারীরা শেষ ২ উইকেট হারালে দ্বিতীয় ইনিংসে তারা ২৬০ রানে অলআউট হয়।
৯ রান করে রান আউট হয়েছেন ইয়ামিন আহমাদজাই। এরপর মেহেদী হাসান মিরাজের বলে মুমিনুল হকের হাতে ক্যাচ তুলে দিয়ে রানের খাতা না খুলেই আউট হন জাহির খান।
এর আগে রোববার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্টের চতুর্থ দিনের খেলা শুরুর কথা থাকলেও তা ১১টা ৫০ মিনিটে মাঠে গড়ায়।
বৃষ্টির কারণে দুপুর ১টায় লাঞ্চ, বেলা ৩টা ৪০ মিনিটে চা বিরতি এবং বিকাল ৫টা ৪০ মিনিটে খেলা শেষের সময় নির্ধারণ করা হয়েছে।
এর আগে আফগানিস্তানের ৩৪২ রানের জবাবে প্রথম ইনিংসে মাত্র ২০৫ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ। ১৩৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে রশিদ খানের দল।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply