বাবুগঞ্জ প্রতিনিধিঃবাবুগঞ্জে বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্রে রহমতপুর এ বিনা উদ্ভাবিত আউশ ধানের চাষাবাদ পদ্ধতি ও বীজ সংরক্ষন শীর্ষক চাষী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৩ টায় বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুন্নাহারের সঞ্চালনায় উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিনা রহমতপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড.মোঃ বাবুল আকতার এ সভাপতিত্বে বিনা উপকেন্দ্রে হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষন কর্মশালা প্রধান অতিথি হিসেবে বিনা মহাপরিচালক ড.বিরেশকুমার গোস্বামী শুভউদ্বোধন ঘোষনা করেন।
কর্মশালায় বিশেষ অতি¬¬¬থি হিসেবে উপস্থিত ছিলেন সিএসও এবং প্রধান উদ্ভিদ প্রজনন বিভাগ বিনা ময়মনসিংহ ড.মির্জা মোফাজ্জল ইসলাম, সিএসও উদ্ভিদ প্রজনন বিভাগ বিনা ময়মনসিংহ ড.মোঃ আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন বৈজ্ঞানিক কর্মকর্তা বিনা রহমতপুর মোঃ সোহেল রানা প্রমুখ। কর্মশালায় ৩০ জন কৃষক ও ৩ জন উপসহকারী কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করেন এবং প্রশিক্ষণ শেষে বিনা উদ্ভাবিত বিনা ধান ১৯ ও বিনা ধান ১৪ জনপ্রতি ৪ কেজি বীজ বিতরণ করা হয়। কর্মশালার অর্থায়ন করে হাওরচর দক্ষিনাঞ্চল ও বরেন্দ্র এলাকার উপোযোগী ফসলের জাত ও ব্যাবস্থাপনা প্রযুক্তি উদ্ভাবন ও অভিযোজোন কর্মসূচী।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply