রুবেল সরদার, বাবুগঞ্জ প্রতিনিধি : বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের ডিক্রিরচর প্রাথমিক বিদ্যালয় মাঠে ভাষা শহীদদের স্মরনে মাসব্যপি চলমান ব্যাডমিন্টন টূর্নামেন্ট’র ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে “প্রয়াত চেয়ারম্যান মতিন হাওলাদার স্মৃতি ক্লাব”। রার্নারআপ হয়েছে “বরিশাল বুলস”।
শনিবার সন্ধায় ভাষা শহীদদের স্মরনে আয়োজিত ব্যাডমিন্টন টূর্নামেন্ট’র ফাইনাল ম্যাচ ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব দেলওয়ার হোসেন বলেছেন,“সরকার লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। শিক্ষা যদি
জাতির মেরুদন্ড হয় তাহলে প্রাথমিক স্তর হচ্ছে শিক্ষার মেরুদন্ড। অতএব প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগী হতে হবে”। এসময় তিনি টূর্নামেন্টের চ্যাম্পিয়ান দল “প্রয়াত চেয়ারম্যান মতিন হাওলাদার স্মৃতি ক্লাব”এর কাছে ট্রফি তুলে দেয়। অনুষ্ঠানে ডিক্রিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রফিকুল ইসলাম’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুব শ্রমিক লীগের সভাপতি মোখলেচুর
রহমান,ইউপি সদস্য জাকির হোসেন,আওয়ামী নেতা লতিফ হাওলাদার প্রমুখ। ১৬টি দলের অংশ গ্রহনে টূর্নামেন্ট পরিচালনা করেন সাব্বির হোসেন,মাইনুল ইসলাম,তৌকির আহম্মেদ,মেসবাহ প্রমুখ।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply