গুরুতর অসুস্থতা নিয়ে প্রায় এক মাস বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি ছিলেন ‘ইত্যাদি’খ্যাত কণ্ঠশিল্পী আকবর। কিডনি, ডায়াবেটিকসসহ নানা রোগে ভুগছিলেন তিনি। এখন অনেকটা সুস্থ হয়েই তিনি বাসায় ফেরেন।
অসুস্থ হয়ে চরমভাবে আর্থিক সংকটে পড়েন আকবর। তাকে যথাসাধ্য সহযোগিতা করেন ‘ইত্যাদি’র উপস্থাপক হানিফ সংকেত। পরবর্তীতে উপায় না পেয়ে আকবর তার চিকিৎসা সহায়তায় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩ ফেব্রুয়ারি তার চিকিৎসায় সহায়তায় ২২ লাখ টাকা দেন। ওই টাকায় উন্নত চিকিৎসা নিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন গায়ক আকবর।
আরো পড়ুনঃ পিপাসা নিবারণের জন্য পানির বিকল্প কিছু হয় না।
বর্তমান অবস্থা প্রসঙ্গে আকবর বলেন, ‘আমি এখন অনেকটাই সুস্থ। হাঁটাচলা, খাওয়া-দাওয়া, কথা-বার্তা এখন স্বাভাবিক। এখন সবকিছুই আমি একা করতে পারি। গত ১৩ ফেব্রুয়ারি হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছি।’
তিনি বলেন, ‘হাসপাতাল ছাড়ার পরদিন আমি টাঙ্গাইলের সখিপুর এলাকায় ভালোবাসা দিবসের একটি কনসার্টে অংশ নিয়ে গান গাই। ইচ্ছে আছে এখন থেকে নিয়মিত গাওয়ার। অসুস্থতার কারণে বেশকিছু সময় গান-বাজনা থেকে দূরে ছিলাম। আমার সুস্থতায় যারা দোয়া করেছেন, সহযোগিতা করেছেন, হাসপাতালে দেখতে এসেছেন তাদের সবার কাছে আমি ঋণি’।
আকবর বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি মা ডেকেছি। তিনি ২২ লাখ টাকা দিয়ে আমার চিকিৎসায় সাহায্য করেছেন। ২ লাখ টাকার চেক দিয়েছেন আর ২০ লাখ টাকা সঞ্চয়ীপত্র করে দিয়েছেন। তার নির্দেশে চিকিৎসকরা আমাকে বিশেষভাবে চিকিৎসা দিয়েছে। যতদিন বেঁচে আছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ থাকবো। পাশাপাশি হানিফ সংকেত স্যারের কাছেও আমি ঋণি। তিনি আমার অভিভাবক হিসেবে সাথে থেকেছেন, পরামর্শ দিয়েছেন, সহযোগিতা করেছেন সবসময়।’
আকবর জানান, তার পুরোপুরি সুস্থ হতে এখনো দীর্ঘ সময় লাগবে। প্রতি সপ্তাহে বিএসএমএমইউ থেকে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। তার সকল চিকিৎসারর খরব হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবে। কারণ প্রধানমন্ত্রীর দফতর থেকে তা-ই নির্দেশনা দেয়া আছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply