চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে স্কোয়াডন লিডার অসীম জাওয়াদ নামে পাইলট নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পতেঙ্গা এলাকায় ত্রুটিযুক্ত প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা ঘটলে আহত অবস্থায় দুই পাইলটকে পতেঙ্গায় বানৌজা ঈশা খাঁ হাসপাতালে নেওয়া হলে দুপুর ১ টার দিকে অসীম জাওয়াদের মৃত্যু হয়।চট্টগ্রাম মহানগর পুলিশের বন্দর জোনের উপকমিশনার শাকিলা সুলতানা বিষয়টি নিশ্চিত করেন।
সিএমপি পুলিশ বলেন, পতেঙ্গা থানাধীন জহুরুল হক ঘাঁটির বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (YAK-130, RUSSIAN) যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়ে চট্টগ্রাম বোট ক্লাবের কাছে ১১নং ঘাটের নতুন পতেঙ্গা টার্মিনালের বিপরীত পাশে এইচ এম স্টিল ফ্যাক্টরির সামনে কর্ণফুলী নদীতে বিমানটি তলিয়ে যায়।
আহত দুই পাইলটের মধ্যে উইং কমান্ডার সুহান, যিনি আহত অবস্থায় জহুরুল হক ঘাটির মেডিকেল স্কোয়াড্রনে চিকিৎসাধীন।
নিহত স্কোয়াডন লিডার অসীম জাওয়াদ তিনি ছিলেন F-7MG1 এর অপারেশনাল পাইলট ও এলিমেন্ট লিডার। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘের মিশনে তিনি নিয়োজিত ছিলেন। বিভিন্ন কোর্সের তাগিদে ভ্রমণ করেছেন চীন, ভারত, তুরস্ক ও পাকিস্তানে। মৃত্যুর আগ পর্যন্ত নিয়োজিত ছিলেন ফ্লাইং ইনস্ট্রাক্টর’স স্কুল অফ বিএএফ-এ স্টাফ ইনস্ট্রাক্টর হিসেবে।
Leave a Reply