মহেন্দ্র সিং ধোনিআইপিএলে পিঠের ইনজুরি ভোগোচ্ছে মহেন্দ্র সিং ধোনিকে। এই কারণে গত সপ্তাহে হায়দারবাদের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচটায় খেলতে পারেননি। তার ওপর বয়সটাও গেছে বুড়িয়ে। ৩৭ হয়ে যাওয়া ধোনির এটাই হয়তো শেষ বিশ্বকাপ! তাই ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে নিজেকে নিয়ে খুব বেশি ঝুঁকি নিতে রাজি নন। পিঠের ইনজুরি বেশি ভোগালে প্রয়োজনে এই সময়টায় বিশ্রামে কাটাবেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক।
গতকালকে অবশ্য হায়দরাবাদের বিপক্ষে খেলেছেন চেন্নাই অধিনায়ক। ৬ উইকেটে দলের জয়ের পর জানালেন ইনজুরির সবশেষ অবস্থা, ‘এখন আগের অবস্থাতেই আছে। ইনজুরিটা আর বাজের দিকে যায়নি। কিন্তু সামনেই বিশ্বকাপ হওয়ায় আমার এটাও মাথায় রাখতে হবে আমি ইনজুরিতে আক্রান্ত হতে পারবো না।’
পেশাদার ক্রিকেটার হওয়ায় ব্যথা নিয়ে খেলার অভ্যাস আছে ধোনির। আইপিএলেও পরিস্থিতিটা ছিলো তেমন। টুর্নামন্টের শুরুতে ইনজুরিটা খুব বেশি বেদনাদায়ক ছিলো ধোনির জন্য। বর্তমান পরিস্থিতি তেমন না হলেও কিছুটা সমস্যা রয়ে গেছে বলে জানালেন তিনি, ‘কিছুটা সমস্যা রয়ে গেছে। তবে টুর্নামেন্টের শুরুতে যেমনটা ছিলো এখন আর তেমন নেই। আন্তর্জাতিক ক্রিকেটে এমন ব্যথা নিয়ে খেলার অভ্যাস আছে আমার।’
ভারতের হয়ে ধোনি ৩৪১টি ওয়ানডে খেলেছেন। ব্যাট হাতে সংগ্রহটাও সমৃদ্ধ-১০ হাজার ৫০০ রান। উইকেটকিপিংয়ে নির্ভরতার প্রতীক হয়ে থাকাতে সংক্ষিপ্ত ফরম্যাটে এখনও ভারতের প্রথম পছন্দের কিপার। তাই বিশ্বকাপের আগে পিঠের ইনজুরি ভোগালে সুস্থ হতে প্রয়োজনে বিশ্রাম নিতে দ্বিতীয়বার ভাববেন না ধোনি, ‘পরিস্থিতি যদি আরও খারাপ হয় তাহলে আমি কিছুদিন বিশ্রামে কাটাবো।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমা্ন
Leave a Reply