বুধবার (৬ জুন) দুপুরে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বাস শিক্ষার্থীদের নিয়ে শহরের দিকে আসার পথে এক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের বহনকারী বাসটি শহরের দিকে আসার পথে নিয়ন্ত্রণ হরিয়ে একটি ইঞ্জিন চালিত অটোরিশাকে চাপা দিয়ে রাস্তার নিচে একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে অটোরিশার পাঁচ যাত্রীসজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আহত হয়। আহতদের মধ্যে ১০ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ শহরের সোনাকুড় এলাকায় শিক্ষার্থী বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় শিক্ষার্থীসহ ১৫ জন আহত হয়েছেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
যানবাহনে চলাচলের সময় আমাদের একটু সচেতনতা অবলম্বন করা উচিৎ, এমন দুর্ঘটনা থেকে রক্ষা পেতে। এছাড়া যারা চালক, তাদের আরো একটু সাবধান হতে হবে। তাদের মুহূর্তের অসতর্কতা বহু জীবনের প্রাণহানি ঘটাতে পারে।
রয়েছে প্রশাসনেরও কিছু দায়িত্ব। অবৈধ ড্রাইভিং লাইসেন্স কিংবা লাইসেন্স বিহীন কোনো চালক দেখলে তৎক্ষণাৎ শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। তবেই এ ধরনের অনাকাংখিত দুর্ঘটনা থেকে মুক্তি মিলতে পারে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply