রাজধানীতে আবারও বড় পরিসরে বসছে ল্যাপটপ মেলা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বিআইসিসিতে ১৪ ডিসেম্বর তিন দিনের এ প্রদর্শনীর উদ্বোধন হবে। শেষ হবে ১৬ ডিসেম্বর। তিন দিনব্যাপী ‘টেকশহর ডটকম ল্যাপটপ ফেয়ার ২০১৭’ শুরু হবে। ‘শোক থেকে শক্তি, প্রযুক্তিতে মুক্তি’ স্লোগানে এক্সপো মেকারের আয়োজনে এটি দেশের ১৯তম ল্যাপটপ প্রদর্শনী।
ক্রেতা-দর্শনার্থীদের জন্য খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। এক্সপো মেকারের আয়োজনে এটি দেশের ১৯তম ল্যাপটপ মেলা।
বরাবরের মতো মেলায় সর্বশেষ প্রযুক্তি ও ডিজাইনের ডিভাইস নিয়ে হাজির হবে অংশগ্রহনকারী প্রতিষ্ঠানগুলো। জনপ্রিয় ব্র্যান্ডগুলোর সর্বশেষ মডেলের ল্যাপটপের পাশাপাশি আনুষাঙ্গিক যন্ত্রাংশও পাওয়া যাবে।
সব ধরনের পণ্যেই পাওয়া যাবে বিশেষ ছাড় এবং সঙ্গে উপহার।
এবারের মেলায় থাকছে একটি মেগা-প্যাভিলিয়ন, পাঁচটি স্পন্সর প্যাভিলিয়ন, ১৪ মিনি প্যাভিলিয়ন ও ২৭টি স্টল। পৃষ্ঠপোষকতা করছে শীর্ষস্থানীয় ল্যাপটপ ব্র্যান্ড এসার, আসুস, ডেল, এইচপি ও লেনোভো। টিকিট বুথ স্পন্সর আরওজি।
পার্টনার হিসেবে রয়েছে দেশের প্রযুক্তি বিষয়ক শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল টেকশহরডটকম, পিপলস রেডিও ও এডুমেকার। মেলায় একটি মিডিয়া বুথও থাকবে।
স্কুলশিক্ষার্থীরা ইউনিফর্ম পরা বা পরিচয়পত্র দেখালে বিনা মূল্যে প্রবেশ করতে পারবে। প্রতিবন্ধীরা বিনা মূল্যে প্রবেশের সুযোগ পাবে।
প্রদর্শনীর হালনাগাদ তথ্য মেলার অফিসিয়াল ফেসবুক পেজ এবং টেকশহরডটকমে পাওয়া যাবে।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / ক.আ।
Leave a Reply