ব্রেন টিউমারে আক্রান্ত ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুর যাচ্ছেন। দেশ ছাড়ার আগে সবার কাছে দোয়া চেয়ে ছেলেকে নিয়ে একটি আবেগঘন স্টাটাস দিয়েছেন এই স্পিনার।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে দেওয়া এক ফেসবুক পোস্টে রুবেল লিখেন,‘বাবা তোমাকে মিস করবো। শুভাকাঙ্ক্ষীরা, সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ সুস্থ হয়ে ফিরে আসবো সবার মাঝে। ভালোবাসি সবাইকে।’
গত সপ্তাহে নিজের ব্রেন টিউমার সম্পর্কে জানতে পারেন ৩৭ বছর বয়সী ক্রিকেটার রুবেল। এরপর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অ্যাপোয়েন্টমেন্টও (সাক্ষাতের নির্ধারিত সময়) ঠিক করেছেন।
রুবেলের উন্নত চিকিৎসা বাবদ খরচ হবে প্রায় ৪০ লক্ষ টাকা। এই বিপুল অঙ্কের টাকার চাহিদার কথা জানতে পেরে রুবেলের পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররাসহ বিসিবির বিভিন্ন কর্মকর্তারা। দুঃসময়ে সতীর্থ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনেককে পাশে পেয়ে ফেসবুকে কৃতজ্ঞতা প্রকাশ করা দেখা গেছে ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারকে।
ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ মোশাররফ হোসেন রুবেল বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। জাতীয় দলের হয়ে খেলার সুযোগ খুব বেশি না পেলেও ঘরোয়া ক্রিকেটে তিনি যথেষ্ট সফল একজন ক্রিকেটার।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply