দেশে বিভিন্ন সময়ে মাদক ব্যবসায়ী ও এর সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। তবে এর সুফল কতটা পাওয়া যাচ্ছে, সে বিষয়ে বিতর্ক রয়েছে।
এবার তাই মাদক ব্যবসা ভিক্ষাবৃত্তি এমনকি বাল্যবিবাহ প্রতিরোধে ভিন্নধর্মী পরিকল্পনা করেছেন যশোরের মণিরামপুর উপজেলা প্রশাসন। উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান উল্লাহ শরিফী ঘোষণা দিয়েছেন, বাল্যবিয়ে ও মাদক সেবন বা মাদক ব্যবসার খবর দিলে সংবাদদাতার মোবাইল ফোনে ৫০ টাকা পাঠানো হবে। একইসঙ্গে ভিক্ষারত অবস্থায় কেউ ভিক্ষুক ধরে দিলে তাকেও ৫০ টাকা পুরষ্কার দেওয়া হবে।
গত রবিবার উপজেলার ইউনিয়ন পরিষদে আনসার-বিজিবির এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন ইউএনও আহসান উল্লাহ শরিফী। ওই সময় তিনি বলেন, মণিরামপুরে বাল্যবিয়ের হার অত্যাধিক এবং মাদক ব্যবসায়ীদের চলাচলও অনেক। বাল্যবিয়ে ও মাদক ব্যবসা প্রতিরোধে আমাদের তৎপর হতে হবে। এক্ষেত্রে কেউ যদি বাল্যবিয়ে ও মাদক সেবন বা মাদক ব্যবসার খবর দেন, আর সে খবর যদি সত্য হয়, তবে তার মোবাইল ফোনে ৫০ টাকা পাঠানো হবে।
তিনি আরও বলেন, মণিরামপুরে ভিক্ষুকদের পূনর্বাসনের জন্য আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। এরপরও অনেকে ভিক্ষা করছে। এসব ভিক্ষুকদের ধরে জেলে দেওয়া হবে। কেউ ভিক্ষুক ধরে দিতে পারলে তাকে ৫০ টাকা পুরস্কার দেওয়া হবে।
মাদক ও ভিক্ষাবৃত্তি কমাতে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এমন করে সমাজের সকল স্তরের মানুষ এগিয়ে এলে মাদক, ভিক্ষাবৃত্তি এবং বাল্যবিবাহের মত অপরাধ গুলো থেকে মুক্তি পাওয়া সম্ভব।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply