রাজধানীর মেথামফিটামিন মাদকসহ এক নাইজেরীয় নাগরিককে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর খিলক্ষেত এলাকার মেরিডিয়ানের উল্টো দিকের সড়ক থেকে আধা কেজি ক্রিস্টাল মেথসহ তাকে আটক করা হয়। ক্রিস্টাল মেথ মাদকসেবীদের কাছে আইস নামে পরিচিত।
আটক ওই যুবকের নাম আজাহ আনাইওচুকোয়া ওনিয়েনসি (৩৮)।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. মোসাদ্দেক হোসেন আজ শুক্রবার (২৮ জুন) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
মোসাদ্দেক হোসেন বলেন, বৃহস্পতিবার বিকেলে হোটেল লো মেরিডিয়ানের উল্টো দিকের সড়ক থেকে ৫০০ গ্রাম আইসসহ ওই নাইজেরীয়কে আটক করেন অধিদপ্তরের গোয়েন্দারা। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বসুন্ধরা আবাসিক এলাকার এক ফ্ল্যাট থেকে আরও ৪৭২ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, ওই নাইজেরীয় যুবক ঢাকার আশা ইউনিভার্সিটি থেকে বি ফার্মা পাস করেন। এরপর দীর্ঘদিন ধরে ঢাকাতেই অবস্থান করছিলেন তিনি। একপর্যায়ে ইন্টারনেটের মাধ্যমে মাদকের কারবারে জড়িয়ে পড়েন। আফ্রিকা দেশ মাদক পাচার শুরু করেন তিনি।
ওনিয়েনসি বিভিন্ন সময় থাইল্যান্ড, মালয়েশিয়া, ভারত ও কেনিয়া ভ্রমণ করেছেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
অতিরিক্ত পরিচালক মোসাদ্দেক বলেন, ক্রিস্টাল মেথ বা আইস ইয়াবার চেয়ে শতগুণ শক্তিশালী মাদক। সরকার বাংলাদেশ ইয়াবা পাচার বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ায় তিনি এদেশের মাদক কারবারিদের কাছে তুলনামূলকভাবে কম দামে আইস বিক্রি শুরু করেন।’
মালয়েশিয়ায় যেখানে ১ গ্রাম আইসের দাম ১৫ হাজার রিঙ্গিত (তিন লাখ টাকার বেশি), সেখানে ওনিয়েনসি ঢাকায় ৭ থেকে ১০ হাজার টাকায় আইস বিক্রি করছিলেন বলে জানান মোসাদ্দেক।
এর আগে গত ফেব্রুয়ারিতে রাজধানীর জিগাতলার এক বাসায় আইস তৈরির কারখানার সন্ধান পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। হাসিব মোহাম্মদ মুয়াম্মার রশিদ নামের এক যুবক মালয়েশিয়ায় পড়তে গিয়ে ক্রিস্টাল মেথ বানানো শেখেন। পরে দেশে ফিরে ওই কারখানা গড়ে তোলেন তিনি। তবে ওই সময় তাকে আটক করা যায়নি।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply