আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট এবং ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের চলমান অনুশীলন ক্যাম্পে প্রথমবারের মতো যোগ দিলেন সাকিব আল হাসান। টেস্ট এবং ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে টাইগারদের নেতৃত্ব দেবেন এই দুই ফরম্যাটের অধিনায়ক সুপার-৭৫।
শনিবার (২৪ আগস্ট) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাকিব হাজির হন এবং দীর্ঘ সময় ধরে নেটে ব্যাটিং অনুশীলন করেন।
এর আগে তিনি মধ্যরাত ৩টায় শিশির ও কন্যা আলাইনাকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে বিমানযোগে দেশে ফেরেন সাকিব। পবিত্র হজ পালন শেষে তিনি যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটাতে গিয়েছিলেন।
৫ সেপ্টেম্বর চট্টগ্রামে আফগানিস্তানের সঙ্গে একটি টেস্ট ম্যাচও খেলবে টাইগাররা। এরপর ত্রিদেশীয় ১৩ সেপ্টেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। টুর্নামেন্টের অপর দল আফগানিস্তান। পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল খেলবে ২৪ সেপ্টেম্বরের ফাইনাল।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply