ঢাকা থেকে খুলনায় লাশ নিয়ে যাচ্ছিল একটি অ্যাম্বুলেন্স। পথে মাগুরা-যশোর সড়কের মঘি এলাকায় গাছের সঙ্গে ধাক্কা লাগে লাশবাহী ওই অ্যাম্বুলেন্সটির। এ দুর্ঘটনায় চালক আবুল হোসেন নিহত হন। এছাড়া আহত হয়েছেন ছয়জন। শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের বাড়ি গোপালগঞ্জে।
আহতদের সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
মাগুরা থানার উপ-পরিদর্শক লিটন জানান, ‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মরদেহটি নিয়ে তার স্বজনরা অ্যাম্বুলেন্সযোগে খুলনার ডুমুরিয়ায় ফিরছিলেন। ভোর ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা লাগে। এসময় চালক আবুল হোসেন ঘটনাস্থলেই নিহত হন। অপর পাঁচ যাত্রী আহত হন। সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে লাশের সাথে থাকা পাঁচজনকে লাশসহ অন্য একটি অ্যাম্বুলেন্সে গন্তব্যে পাঠানো হয়েছে। আর অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে।’
অ্যাম্বুলেন্সে থাকা মৃত সালমা বেগমের মেয়ে ময়না বেগম জানান, ‘তারা পরিবারের পাঁচ সদস্য লাশ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে খুলনার ডুমুরিয়ায় নিজ বাড়িতে ফিরছিলেন। পথে তারা সবাই ঘুমিয়ে পড়েন। চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটতে পারে বলে তাদের ধারণা।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply