হাদীস: হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা)বর্ণনা করেন, এক ব্যক্তি তাকে প্রশ্ন করল, নবী করীম (সাঃ) এর সাথে আপনি কোন ঈদের জামা‘আতে হাজির হয়েছেন কি? তিনি বললেন, হ্যাঁ অবশ্য নবী করীম (সাঃ) এর সাথে বিশেষ সর্ম্পক না থাকলে আমার ভাগ্যে তা জুটত না। এক ঈদের দিন আমি তার সাথেই বের হলাম। নামাযের জন্য যে স্থানে নিশান উড়ান ছিল রাসূলেপাক (সাঃ) সে স্থানে আসলেন এবং নামাজ আদায় করলেন।
অতঃপর খুতবা পাঠ করলেন। রাসূলেপাক (সাঃ) এর ধারণা হলো পিছনে বসা মহিলাগণ হয়তো তাঁর থুতবা শুনতে পায়নি, এ ভেবে তিনি বেলাল (রা) কে সাথে নিয়ে তাদের কাছে চলে গেলেন। এরপর মহিলাদেরকে নসীহত করলেন এবং আল্লাহর রাস্তায় খরচ করার জন্যে আহবান জানালেন।
রাসূলেপাক (সাঃ) মহিলাদেরকে দানের প্রতি পুনরায় উৎসাহ দিলেন এবং বললেন, আমার পিতা-মাতা তোমাদের কল্যাণের জন্যে উৎসর্গকৃত। মহিলারা তাঁর আহবানে সাড়া দিয়ে তাদের অলন্কারাদি খুলে দিতে লাগল আর হযরত বেলাল (রা) ঐগুলো সংগ্রহ করতে লাগলেন।
বানানো হাদীস বর্ণনাকারী জাহান্নামী:
হাদীস: হযরত সালামে ইবনে আকওয়া (রা) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাঃ) কে বলতে শুনেছি “যে ব্যক্তি আমার নামে এমন কথা বলবে যা আমি বলি নাই তার ঠিকানা হবে জাহান্নাম।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / শাকিল আহমেদ মোহন
Leave a Reply