নিজ ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর এলাকার অপূর্ব সরকার শুভ (১৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে মাগুরা সিনিয়র জুডিশিয়াল-২ আদালতে হাজির করলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হোসেন জানান, অপূর্ব সরকার গত মঙ্গলবার (৩০ জুলাই) তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেয় ‘এ কেমন ধর্ম, হাজারো পশু হত্যা করে উৎসব পালন’। বিষয়টি ভাইরাল হলে মুসলমানদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বুধবার (৩১ জুলাই) রাতে অপূর্ব সরকার ওরফে শুভকে আটক করে পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়। এদিকে বৃহস্পতিবর দুপুরে বিচারিক হাকিম হাসিবুল হোসেন লাবু তার জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
অপূর্ব সরকার ওরফে শুভ মহম্মদপুর উপজেলার রাজাপুর গ্রামের মহানন্দ সরকারের ছেলে। সে সরকারি বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply