রুবেল সরদার, বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ খেয়া ও ফেরীঘাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়ার অপরাধে জেলা পরিষদের কেয়ারটেকারসহ দুই জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুজিত হাওলাদারের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ দেন। দণ্ডাদেশপ্রাপ্তরা হচ্ছেন- বরিশাল জেলা পরিষদের কেয়ারটেকার ওয়াহিদুজ্জামান এবং মীরগঞ্জ গ্রামের হাসেম সাজোয়ালের ছেলে রিয়াজুল ইসলাম।
বাবুগঞ্জ উপজেলা প্রশাসন সূত্র জানায়- খেয়াঘাটের যাত্রী জনপ্রতি ৭ টাকার ভাড়া ১০ টাকা, মোটরসাইকেলের ১৬ টাকার ভাড়া ৩০ টাকা এবং ফেরিঘাটে ১০০ টাকার গাড়ির ভাড়া ১৬০০ টাকা আদায় করা হচ্ছিল। এই খবর পেয়ে শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালিত হয়। তখন জেলা পরিষদের কেয়ারটেকার ওয়াহিদুজ্জামান এবং রিয়াজুল ইসলামকে হাতেনাতে আটক করা করে। পরবর্তীতে তাদের উভয়কে ভ্রাম্যমাণ আদালতে তুলে কেয়ারটেকারকে ১৫ ও রিয়াজুল ইসলামকে ১০ দিনের বিনাশ্রম কারাণ্ড দেওয়া হয়। এই ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেছে বাবুগঞ্জ থানা পুলিশের একটি টিম।’
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply