শেষ সপ্তাহ কাছে চলে আসছে আইপিএল এর। গ্রুপ পর্ব ছেড়ে প্লে অফে বাছাইয়ের জন্য তুমুল প্রতিযোগিতা হচ্ছে।
এই প্রতিযোগিতায় হায়দরাবাদ, চেন্নাই সুপার কিংস বাদে এখনও প্লে অফ নিশ্চিত হয়নি কোনও দলেরই ৷ শেষ দুই জায়গার জন্য লড়াইয়ে এখন পাঁচটি দল ৷ দিল্লি বাদে সব দলের কাছেই এখন প্লে অফে যাওয়ার সুযোগ রয়েছে ৷
যদিও বিরাটের আরসিবি-র কাছে অঙ্কটা কিছুটা কঠিন ৷ বাকী সব ম্যাচ জিতে নেট রান রেট বাড়িয়ে রাখাই এখন লক্ষ্য ব্যাঙ্গালোরের ৷ আজ ওয়াংখেড়েতে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স এবং কিংস ইলেভেন পঞ্জাব ৷ যে দল এই ম্যাচ হারবে প্লে অফের দৌড় থেকে তারা ছিটকে যাবে ৷
কিংস ইলেভেন বাকীদের থেকে এক ম্যাচ কম খেললেও নেট রান রেট খুব একটা ভাল নয় প্রীতি জিন্টার দলের ৷ সেক্ষেত্রে আজকের ম্যাচ হারলে সমস্যায় পড়বে তারাও ৷ মুম্বই এবং পঞ্জাব দু’দলই আগের ম্যাচ হেরেছে ৷ তাই আজকে জয় ছাড়া আর কোনও বিকল্প নেই দু’দলের কাছেই ৷
কে আরো একধাপ এগিয়ে যাবে প্লে অফের দৌড়ে, আর কে ছিটকে পড়বে- সেটা জানতে আজ রাত পর্যন্তই অপেক্ষা করে থাকতে হবে আইপিএলপ্রেমীদের। তবে যে দলই গ্রুপ পর্ব উতরে যাক, এবারের আইপিএলের গ্রুপ পর্বেই এত উত্তেজনা সত্যিই চোখে পড়বার মতোই।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply