জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলসহ দেশটির কয়েক’শ রাজনীতিবিদ হ্যাকারের হামলার শিকার হয়েছেন। সাইবার হামলার মাধ্যমে হাতিয়ে নেয়া তাদের ব্যক্তিগত তথ্য ফাঁস করে দেয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে।
তাদের ব্যক্তিগত চ্যাট, ক্রেডিট কার্ডের বিবরণসহ ব্যক্তিগত যোগাযোগের ঠিকানা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রকাশিত হয়েছে। জার্মানির সব রাজনৈতিক দলের নেতারা এ হামলার শিকার হলেও দেশটি কট্টর ডান-দল এএফডি’র কেউ আক্রান্ত হন নি।
আক্রমণের শিকার হওয়া অধিকাংশ বুন্দেসতাগ শহরের এমপি।
এ ছাড়া, খ্যাতনামা ব্যক্তিত্ব এবং সাংবাদিকদের ব্যক্তিগত তথ্যও ফাঁস হয়েছে। এর সঙ্গে কে বা কারা জড়িত সে সম্পর্কে কোনো পরিষ্কার তথ্য পাওয়া যায়নি।
ডিসেম্বর মাসের শুরুতে ওই টুইটার থেকে ফলোয়ারদের ‘ভালো কিছু আসছে, নজর রাখুন’ বলা হয়, গত মাসেই এ হামলার চালানো হলেও বৃহস্পতিবার (৩ জানুয়ারি) পর্যন্ত বিষয়টি জার্মান সরকারের জেরে আসেনি।
সাইবার হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায় নি তবে জার্মান আইনমন্ত্রী কাটারিনা বারলি একে ‘মারাত্মক হামলা’ বলে অভিহিত করেছন।
এদিকে জার্মানির ফেডারেল অফিস ফর ইনফরমেশন সিকিউরিটি বা বিএসআই এ বিষয়ে তদন্ত করছে। বিএসআই বলেছে, তাদের জানামতে জার্মান সরকারের নেটওয়ার্কের কোনো ক্ষতি হয়নি।
এদিকে, রাজনৈতিক ভাবে স্পর্শকাতর কোনো তথ্য প্রকাশিত না হলেও ব্যক্তিগত তথ্য ফাঁসের ফলে সুদূর প্রসারী ফলাফল ঘটতে পারে বলে ধারণা ব্যক্ত করেছেন দেশটির সাংবাদিক এবং সাইবার হামলা বিষয়ক গবেষক মাইকেল গটসচেনবার্গ।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply