আমার ইচ্ছা
মোঃ মোতাহার উল ইসলাম সোহেল
আমি যদি পাখি হইতাম উড়িতাম ডালে ডালে।
উরিতাম আমি দুপাখা মেলে আকাশের বুক জুরে।
উরিতাম আমি পাখা মেলিয়া বাতাসের সঙ্গে ছন্দ মেলে।
ক্ষুধা লাগলে উরিয়া যাইতাম সমুদ্র উপকূলে।
ধরিতাম মাছ সমুদ্রের মাঝে রাখিতাম পদতলে।
দলে দলে পাখিদের সাথে গাথিয়া বেড়াতাম সকলে মিলে ।
হিংসা নেই,বিদ্বেষ নেই,সকলের তরে সকলে।
মানুষের লেলিহান শিখা যদি পরিতো পাখিদের উপরে ।
চুপটি করে লুকাতাম গাছেরি ডালে ডালে।
Leave a Reply