নিলয় ধর, যশোর প্রতিনিধি : যশোরের ঝিনাইদহের কালীগঞ্জে ১৫ জন কৃষকের দুই বিঘা জমি দখল করে রাতারাতি ফসল নষ্ট করে মাটি কাটা ভেকু মেশিন দিয়ে সড়ক তৈরি করা হয়েছে। ঘটনাটি কালীগঞ্জ উপজেলার ছোট শিমলা গ্রামের। সরেজমিনে ভুক্তভোগী কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, কাউকে না জানিয়ে পুকরিয়া গ্রামের প্রভাবশালী কয়েকটি পরিবারের যাতায়াতের সুবিধার কারণে এই রাস্তা তৈরি করা হয়েছে। আগে এখানে কোনো রাস্তায় ছিল না। সরকারিভাবে রাস্তা করার কোনো বিধানই নেই। বৃহস্পতিবার মধ্যরাতে প্রায় ৫০০/৬০০ লোক নিয়ে সিমলা-রোকনপুর ইউনিয়নের চেয়ারম্যান নাসির চৌধুরীর নেতৃত্বে ছোট সিমলা গ্রামের কৃষকের প্রায় ২ বিঘা জমি দখল ও গাছ-ফসল নষ্ট করে মাটি কাটা ভেকু মেশিন দিয়ে এই রাস্তা তৈরি করা হয়েছে। রাস্তাটি প্রায় ৮০০ ফুট দৈর্ঘ্য।এই রাস্তা তৈরির সময় কৃষকের জমির ২০টি মেহগনি গাছ, আখক্ষেত ও মরিচ গাছ নষ্ট করা হয়েছে।
এছাড়া অনাবাদি জমিতে মাটি কেটে বড় বড় গর্ত করা হয়েছে। এই রাস্তা তৈরিতে ছোট শিমলা গ্রামের মোমিন হোসেন, জাকির হোসেন, সিরাজ হোসেন, বিল্লাহ হোসেন, আব্দুল মান্নান, ওলিয়ার রহমান, খোকন মাস্টার, সলেমান হোসেন, বাহার আলী, পিন্টু মেম্বর, মন্টু হোসেন, হামিদুর রহমানসহ প্রায় ১৫ জন কৃষকের জমি দখল করা হয়েছে। ভুক্তভোগী ছোট শিমলা গ্রামের এক কৃষকের স্ত্রী সালেহা খাতুন বলেন, ঋণের টাকা দিয়ে পরের জমি লিজ নিয়ে আখচাষ করেছি। প্রতি সপ্তাহে কিস্তি দিতে হয়।
আমার স্বামী কাজ করতে পারে না। ছোট ছেলেকে দিয়ে ভ্যান চালিয়ে খায়। আমি নিস্ব গরিব মানুষ। দুই মেয়ে আর এক ছেলে নিয়ে খুব কষ্ট করতে হয়। ফসল ও জমির ক্ষতি করে রাস্তা করা ঠিক হয়নি। ভুক্তভোগী কৃষক ছোট শিমলা গ্রামের আব্দুল মান্নান বলেন, বৃহস্পতিবার রাত ১২টার পর মাটি কাটা ভেকু মেশিন নিয়ে পুকুরিয়া গ্রামের লোকজন নিয়ে আমাদের নিজস্ব জমির উপর দিয়ে ফসল নষ্ট করে রাস্তা তৈরি করা হয়েছে। মেহগনি গাছ, মরিচ চাষের গাছ ও আখক্ষেত নষ্ট করে তারা রাস্তা করেছে। রাস্তা করার ব্যাপারে আমরা কিছু জানি না। ইউনিয়নের চেয়ারম্যান বা মেম্বর কেউ আমাদের এ ব্যাপারে জানায়নি।
তিনি অভিযোগ করে বলেন, ইউনিয়নের চেয়ারম্যানের নেতৃত্বে এই রাস্তা করা হয়েছে। চেয়ারম্যান না থাকলে এই রাস্তা করার সাহস তারা কীভাবে পেল? এ ব্যাপারে ৫নং শিমলা রোকনপুর ইউনিয়নের চেয়ারম্যান নাসির চৌধুরী বলেন, আমি উপস্থিত ছিলাম না। ঘটনাটি আমি শুনে সকালে দেখতে গিয়েছিলাম। পুকুরিয়া উত্তরপাড়ার লোকের যাতায়াতের সুবিধার্থে রাস্তাটি করেছে। এই রাস্তা ইউনিয়ন পরিষদের না। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা বলেন, এ ব্যাপারে আমি অভিযোগ পেলে তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেবো।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply