নতুন সদস্য সংগ্রহ অভিযানে ‘যাকে তাকে’ যেন আওয়ামী লীগে নেয়া না হয়, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দু কাদের। বলেছেন, খারাপ লোক নেয়ার চেয়ে ঘর খালি থাকা ভালো।
জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার ভূয়সী প্রশংসা করে লেখা বইয়ের লেখক ইনাম আহমেদে চৌধুরীকে আওয়ামী লীগের উপদেষ্টা করার পর বিরূপ প্রতিক্রিয়ার মধ্যেই এমন মন্তব্য এলো।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কর্মী সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ওবায়দুল কাদের।
‘আমাদের নির্বাচনের সময় জোয়ারে অনেকেই আওয়ামী লীগ ও নৌকার পক্ষে মিছিল করেছে। সবাইকে আমরা অ্যাকোমোডেট করতে পারবে কি না সেটা ভাবতে হবে।’
‘চিহ্নিত সন্ত্রাসী, দুর্নীতিবাজ, স্বাধীনতা বিরোধী ও সাম্প্রদায়িক শক্তির কেউ আওয়ামী লীগের সদস্য হতে পারবে না। দুষ্টু গুরুর থেকে শূন্য গোয়াল ভালো। আমরা কোয়ালিটি দেখবো।’
আগামী অক্টোবরের জাতীয় সম্মেলনকে সামনে রেখে চলতি মাসেই নতুন সদস্য সংগ্রহ অভিযান শুরু করতে যাচ্ছে আওয়ামী লীগ। টানা তৃতীয়বার ক্ষমতায় থাকা দলটির সদস্য হতে এই মুহূর্তে আগ্রহী লোকের অভাব নেই। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকেই অন্য দল থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী এসেছেব দলে, যাদের বহু জনই বিতর্তিক। এ নিয়ে সমালোচনাও আছে দলের ভেতরে বাইরে।
ওবায়দুল কাদের বলেন, ‘জনগণের কাছে যারা গ্রহণযোগ্য নয়, ভালো মানুষ নয়, এসব মানুষ আওয়ামী লীগের কোন প্রয়োজন নেই। দলকে খারাপ লোক থেকে মুক্ত রাখতে হবে।’
‘দলে বিশুদ্ধ রক্ত সঞ্চার করতে চাই। দূষিত রক্তের কোনো প্রয়োজন নেই। এমন কেউ যাতে না আসতে পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে ও ব্যবস্থা নিতে হবে।’
দলের মধ্যে শৃঙ্খলা নিশ্চিত করতে ওয়ার্ডে ওয়ার্ডে কর্মী সমাবেশ করারও নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, ‘শৃঙ্খলা ছাড়া দলের গতিশীলতা বাড়বে না, দলের কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে। কাজেই দলের শৃঙ্খলার ক্ষেত্রে খুবই মনোযোগী, সাবধান ও সতর্ক হতে হবে। আর এর জন্য প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা কর্মিসভা করবেন।’
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply