হাদীস: হযরত আয়েশা (রা) হতে বর্ণিত। তিনি বলেন, হযরত নবী করীম (সাঃ) বলেছেন, যখন হায়েজ দেখা দিবে, তখন তোমরা নামায ছেড়ে দিবে। আর হায়েজ যখন চলে যাবে, তখন তোমাদের থেকে হায়েজের রক্তকেও ধৌত করে দিব। তারপর নামায আদায় করবে।
যে রোগের কারণে রক্ত স্রাব:
হাদীস: হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, ফাতিমা বিনতে আবু হোরায়রা (রা) নবী করীম (সাঃ) কে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ! আমি কখনও পবিত্র হই না। এমতাবস্থায় আমি কি নামায ছেড়ে দেব? তখন তিনি বললেন, এ হলো এক ধরনের বিশেষ রক্ত, হায়েযের রক্ত নয়।
যখন তোমার হায়িয আরম্ভ হয়, তখন তুমি নামায পরিত্যাগ কর এবং হায়েয শেষ হলে রক্ত ধুয়ে নামায আদায় কর।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / শাকিল আহমেদ মোহন
Leave a Reply