জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের পালিতা কন্যা ও জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অনন্যা হুসেইন মৌসুমীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে নারায়ণগঞ্জে মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ নভেম্বর) সকালে সোনারগাঁও থানায় এ মামলাটি করা হয়। নারায়ণগঞ্জ জেলায় ডিজিটাল নিরাপত্তা আইনে এটাই কোন প্রথম মামলা।মামলাটি দায়ের করেছেন উপজেলা ছাত্র সমাজের সভাপতি ফজলুল হক।
তিনি নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য (এমপি) লিয়াকত হোসেন খোকার অনুসারী হিসেবে পরিচিত।জানা গেছে, সম্প্রতি মৌসুমীর ফেসবুকে বেশ কয়েকটি স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে সোনারগাঁ থানায় মামলাটি দায়ের করা হয়।সোনারগাঁ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সেলিম মিয়া মামলার সত্যতা নিশ্চিত করে জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে নারায়ণগঞ্জ জেলায় এটাই কোন প্রথম মামলা।
মামলায় এজহারে বলা হয়, সাম্প্রতিক সময় অনন্যা হুসেইন মৌসুমী তার ফেসবুকে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করে মানহানি করছেন। তার এ ধরনের মিথ্যা ও বানোয়াট তথ্যে প্রেক্ষিতে মানহানির অভিযোগে এ মামলা করা হয়েছে।মামলার বাদী দাবি করেন, এ ধরনের লেখায় জাতীয় পার্টির মানহানি, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আইন শৃঙ্খলার অবনতি হতে পারে।বিষয়টি নিয়ে মৌসুমী বলেন, মহাসচিবের নির্দেশনায় আমার বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। আমাকে ঘায়েল করে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার জন্য এ মামলা করা হয়।
আরও পড়ুন=তারেকের (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান) বিদেশ থেকে স্কাইপে কথা বলার বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে অনুরোধ করেছিলাম। তাদের যেহেতু আরপিও অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই ফলে প্রয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে তারা ব্যবস্থা নেবে। আর বিষয়টির যদি উপযুক্ত সমাধান না হয় তাহলে আমরা প্রয়োজনে আদালতে যাবো।
আজ মঙ্গলবার (২০ নভেম্বর) সচিবালয়ে নিজ দফতরে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলার সঙ্গে বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা বলেন।তিনি বলেন, তারেক রহমান যাবজ্জীবন সাজা পাওয়া একজন আসামি। আরেকটা মামলায় তাকে সাত বছর কারাদণ্ড দিয়েছে আদালত। তিনি বিদেশে থেকে বাংলাদেশের
নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেবে এটা হতে পারে না। তারেক রহমানের অনলাইনে বক্তব্য সাইবার অপরাধ হতে পারে। একজন সাজাপ্রাপ্ত আসামি এটা করতে পারে না। তিনি একজন ফেরারি আসামি হয়ে বিদেশ থেকে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেবে এটা কিভাবে হয়।আকাশ পথে তারেক রহমানের বক্তব্য ঠেকাতে নির্বাচন কমিশনের কাছে যেহেতু কোন মিসাইল নেই ফলে বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রণালয় দেখবে, যোগ করেন কাদের।স্কাইপি অ্যাপ বন্ধ কেন? এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, এটা বিটিআরসির বিষয়। তারা তো দেশের সীমানার বাইরে আকাশ পথে যুদ্ধ করবে না। তারা দেশের ভিতরে থেকে কেউ এমন প্রচারণা করলে সে বিষয়ে ব্যবস্থা নিতে পারে। দেশের ভিতরের বিষয়ে হয়তো তারা এ ধরণের ব্যবস্থা নিয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply