
কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিক্ষার্থীদের যৌন হয়রানীর অপরাধে এক শিক্ষককে ফুলবাড়ী থানার পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত শিক্ষক উপজেলার রাঙ্গামাটি সর্দারপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও রাবাইতারী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আলতাফ হোসেন।
মামলা সুত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলতাফ হোসেন ক্লাশ ইংরেজী পড়ার পাশাপাশি ক্লাশ পাঠদান করার প্রায়ই সময় ছাত্রীদের উদ্দেশ্যে আপত্তিকর ভাষা ও ছাত্রীদর যৌন হয়রানী মূলক আচরণ করেন। এ বিষয় শিক্ষার্থীরা প্রধান শিক্ষক আব্দুল বাতেন সহ অভিভাবকদের জানালে বেশ কয়কবার স্থায়ী ভাবে শালিশ বৈঠক হয়। এরপরও ওই শিক্ষক তার আচরণ ভাল না করায় স্কুল কমিটির সদস্য ও অভিভাবকগণ লিখিত অভিযোগ দিলে বুধবার (১০ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ে দীর্ঘ শুনানীর পর অভিযুক্ত শিক্ষককে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
পরে বিকেলে ছাত্রীর একজন অবিভাবোক বাদী হয়ে নারী-শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছে।
বিকেলে থানায় উপস্থিত ওই বিদ্যালয়ের কয়কজন শিক্ষার্থী জানান, আলতাফ স্যার প্রায়ই আমাদর সঙ্গে আপত্তিকর আচরণ ও খারাপ ভাষা ব্যবহার করেন। আমরা তাকে অনেকবার ভালো ব্যবহার করার জন্য অনুরোধ করেছি। কিন্ত তিনি তা মানেন নাই। তাই বাধ্য হয়েই আমরা লিখিত অভিযোগ করেছি।
ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় একটি নারী ও শিশু নির্যাতন আইন (১০ ধারায়, ) মামলা দায়ের হয়েছে। আসামী থানা হেফাজতে আছে এবং বৃহস্পতিবার গ্রেফতারকৃত আসামিকে জেল হাজতে পাঠানো হবে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply