দেশে এসেই কাজে ফিরলেন চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা কাজী হায়াৎ। গতকাল সোমবার (১৭ জুন) থেকে তিনি এফডিসিতে ডাবিং করছেন। তার অভিনীত এই চলচ্চিত্রটির নাম ‘রংবাজি’। টানা ডাবিং শেষ করে মনোযোগ দেবেন তার অভিনীত ও পরিচালিত অসামাপ্ত অন্যান্য চলচ্চিত্রে।
কাজী হায়াৎ দীর্ঘ ৬ মাস পর আমেরিকা থেকে দেশে ফেরেন। সেখানে তিনি হার্ট ও ঘাড়ের একটি ব্লকের চিকিৎসার জন্য অবস্থান করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমেরিকার বিভিন্ন হাসপাতাল ঘুরেও আমি আমার ঘাড়ের ব্লকের কোনো চিকিৎসা করাতে পারিনি। তবে হার্টের ব্লক সারানো হয়েছে। ঘাড়ের ব্লকের জন্য চিকিৎসকরা ওষধ দিয়েছেন। আজীবন এটাই খেয়ে যেতে হবে। এছাড়া এর আর কোনো চিকিৎসা নেই। তাই সবার দোয়া নিয়ে যে কয়দিন বাঁচি সুস্থভাবে বেঁচে থাকতে চাই।’
কাজের ব্যাপারে বলেন, ‘আমেরিকা যাওয়ার আগে আমি কমল সরকার ও এম এ রহিম পরিচালিত রংবাজি চলচ্চিত্রে অভিনয় করে যাই। এখন এসেই এর ডাবিং করছি। এটি একটি অন্যরকম গল্পের চলচ্চিত্র। নায়ক হিসেবে ইউসুফ খান ছেলেটি ভালো অভিনয় করেছে। তাছাড়া নির্মাতারাও আমার খুব পছন্দের দুজন। তাদের এমন সুন্দর গল্পের একটি চমৎকার চরিত্রে অভিনয় করতে পেরে আমি খুবই আনন্দিত। আমি চাই রংবাজি সবাই সপরিবারে সিনেমা হলে গিয়ে উপভোগ করুক।’
তিনি বলেন, ‘রংবাজির ডাবিং করতে গিয়ে আমি এর কালার, ফ্রেম, চিত্রায়ণ এবং সর্বোপরি নির্মাণ দেখে মুগ্ধ হয়ে যাই। আমি ভাবি আমার দেশের ছেলেদের দিয়েও বিশ্বমানের চলচ্চিত্র নির্মাণ সম্ভব। রংবাজিই এর বড় প্রমাণ।’
প্রিন্স মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘রংবাজি’ প্রযোজনা করছেন আবু জাফর শিকদার। কমল সরকারের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনায় এটি পরিচালনা করেছেন কমল সরকার ও এম এ রহিম। ‘রংবাজি’ চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইউসুফ খান, বিন্দিয়া কবির, অরিন, কাজী হায়াৎ, অমিত হাসান, গুলশান আরা পপি, ইলিয়াস কোবরা, গুলজার খান, জিসান, জুই, শামিমসহ অনেকে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
খবরটি যদি গুরুত্বপুর্ন মনে হয় তাহলে লাইক, কমেন্টস, শেয়ার করুন
Leave a Reply