জাহেদ হাছান তালুকদার, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়ায় উপজেলাধীন পোমরা ইউনিয়ন হাজীপাড়ায় সাপের কামড়ে মোহাম্মাদ শাহান (৩১) নামে এক কৃষি কাজের শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ আগস্ট) সকালে ১১টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের হাজীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। মোহাম্মাদ শাহানে বাড়ি ময়মনসিংহ ধোবাউড়া উপজেলার গামারিতলার বাসিন্দা । শাহান বেশ কিছুদিন ধরে রাঙ্গনিয়ায় বিভিন্ন এলাকায় কাজ করতো। কোন সময় দৈনিক কোন সময় মাসিক কাজের শ্রমিক হিসেবে কাজে করতো। কাজের অংশ হিসাবে পোমরা হাজীপাড়ার পাহাড়ি এলাকার রাঙ্গুনিয়া এগ্রো নামে একটি কৃষি
খামারের শ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে এই দুর্ঘটনায় পড়ে। রাঙ্গুনিয়া এগ্রো কৃষি খামারের পরিচালক নজরুল ইসলাম বলেন–ময়মনসিংহের কিছু শ্রমিকের সাথে শাহান আমাদের প্রজক্টে দৈনিক শ্রমিক হিসেবে কাজে এসেছিল। সে ও তার অপর সহকর্মী শাহিন
শাহ জমিতে ট্রাক্টর চালিয়ে চাষ করছিল। ট্রাক্টর চালক শাহিন এবং নিচ থেকে তাকে সহযোগিতা করছিল শাহান।কাজের ব্যাস্ত থাকে শাহান হঠাৎ করে এক পর্যায়ে শাহান চিৎকার করে উঠে। শাহান বলছে তাকে সাপে কামড়িয়েছে বলে চিৎকার করে উঠে। তার আর্তচিৎকারে সবাই তাকে এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে গোচরা বাজারের স্থানীয় একজন চিকিৎসককে দেখান। পরে সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply